বাংলার খবর
শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক! ধরা পড়তেই গণপিটুনিতে মৃত্যু হল শাশুড়ির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাড়িতে ঘুমোচ্ছিলেন স্ত্রী। সেই সুযোগে রাতের অন্ধকারে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হলেন জামাই! শুধু তাই নয়, শাশুড়ি ও জামাইকে একঘরে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে শ্বশুর ও শ্যালক মিলে বেধড়ক মারধর করল জামাইকে। শাশুড়ি ও জামাইকে লাঠি, বাঁশপেটা করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধেও। গণপ্রহারের মৃত্যু হয়েছে শাশুড়ির। গুরুতর আহত জামাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সর্বাঙ্গপুরে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম নুরসেফা বিবি (৪৮)। জামাই মফিজুল মণ্ডলের সঙ্গেই নুরসেফা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের আপত্তিকার অবস্থায় দেখেই নুরসেফার স্বামী, ছেলে ও গ্রামবাসীরা মিলে নুরসেফা ও জামাই মফিজুলকে গণপ্রহার করে বলে অভিযোগ। সেই মারেতেই মৃত্যু হয়েছে নুরসেফার। এবং মফিজুলকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। জেলা পুলিশ সুপার কে সবরী রাজকুমার জানিয়েছেন, ‘সোমবার রাতে হরিহরপাড়া থানা এলাকায় একজন মারা গিয়েছেন এবং একজন আহত হয়েছেন বলে শুনেছি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরসেফার সঙ্গে মফিজুলের মধ্যে যে একটা অবৈধ সম্পর্ক রয়েছে, তা দীর্ঘদিন ধরেই সন্দেহ করছিলেন গ্রামবাসীরা। এই নিয়ে গোটা গ্রামেই কানাঘুঁষো চলত। তাই গ্রামবাসীরা তাঁদের হাতেনাতে ধরার জন্য ওৎ পেতে ছিল। অবশেষে সোমবার রাতে মফিজুল শ্বশুরবাড়িতে ঢুকতেই দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন নুরসেফার স্বামী, ছেলে ও গ্রামবাসীরা। তারপরই দু’জনকে বেধরক মারধর করেন তাঁরা। বাঁশ, লাঠি দিয়ে পেটাতে শুরু করেন তাঁরা। মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ি নুরসেফার। গুরুতর জখম হন জামাই মফিজুল। তারপরই পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নুরসেফা বিবির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। আহত মফিজুলকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের বিছানায় শুয়েই আহত জামাই মফিজুল দাবী করেছেন, তাঁর শ্বশুর ও শ্যালক ভুল বুঝেই তাঁদের মারধর করেছেন।