লাইফ স্টাইল
মহাদেবের কৃপা পেতে চাইলে মেনে চলুন এই বিধিগুলি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ইংরেজিতে যেমন ১২ টি মাস আছে তেমনি বাংলাতেও আছে ১২ টি মাস। বৈশাখ মাস দিয়ে শুরু হয় বছর আর শেষ হয় চৈত্র দিয়ে। কথায় বলে বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। প্রতি মাসেই কিছু না কিছু ধর্মীয় অনুষ্ঠান থাকে। এর মধ্যে শ্রাবণ মাস পুরোটাই দেবাদিদেব মহাদেবের মাস বলে মনে করা হয়। এই পুরো মাসে যদি আপনি মহাদেবের পুজো করেন তাহলে অবশ্যই তাই এই মাসে এমন কিছু কাজ করতে নেই যেগুলি করলে স্বয়ং মহাদেব রুষ্ট হতে পারেন। আসুন দেখে নি সেই কাজগুলি কি কি ,যেগুলি করলে হতে পারেন দেবাদিদেবের ক্রোধের শিকার-
১) নিরামিষ ভক্ষণ
পুরো শ্রাবণ মাসে নিরামিষ আহার খেলে আপনি পেতে পারেন মহাদেবের কৃপা। এই মাসে যেহেতু ভোলানাথের মাস তাই নিরামিষ খাওয়াটাই ভালো।
২) দুধ না খাওয়া
দুধ দিয়ে আমরা মহাদেবের পুজো করে থাকি, আমরা দুধ শিবলিঙ্গে ঢালি। তাই এই মাসে দুধ না খাওয়াই ভালো। দুধ খেলে মহাদেব হতে পারেন রুষ্ট।
৩) হলুদ
পুজো করার সময় শ্রাবণ মাসে হলুদকে এড়িয়ে চলাই ভালো। বেলপাতাতেই সন্তুষ্ট হন মহাদেব।
৪) অশান্তি এড়িয়ে চলা উচিত
শ্রাবণ মাসে কারোর সঙ্গে ঝগড়া -অশান্তি ,তর্ক-বিতর্ক এড়িয়ে চলাই উচিত। কাউকে অসম্মান বা অপমান একদমই করা উচিত নয় এই পবিত্র মাসে। এই সকল জিনিস এড়িয়ে চলতে পারলে আপনার প্রতি সদয় থাকবেন মহাদেব।
৫) বেগুন
শাস্ত্রানুসারে,বেগুন একটি অপবিত্র সবজি। তাই সারা শ্রাবণ মাসে এই সবজিটি না খাওয়াই উচিত এতে মহাদেব হতে পারেন অসন্তুষ্ট।