বাংলার খবর
রেশন তোলার জন্য নতুন নিয়ম না মানলে পাবেন না খাদ্যশস্য! কি বললেন কেন্দ্রীয় সরকার?

বেঙ্গল এক্সপ্রেসসঃ খাদ্য রেশন নিয়ে নতুন নিয়ম নিয়ে এসেছে কেন্দ্র সরকার। গত ২৯শে মার্চ দিল্লিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের প্রতিনিধি দলের সঙ্গে মিটিং এ সেড়েছেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া। সেই বৈঠকে ই কিছু তো নিয়ে আলোচনা করেন সকল রেশন ডিলাররা।
ওই বৈঠকেই সঞ্জীব চোপড়া জানান, কোন ব্যক্তির যদি রেশন কার্ড না থাকে, আর তিনি রেশন তুলতে চান তাহলে তিনি তুলতে পারবেন। আর এই নিয়ে সকল ডিলার রাই রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি জানিয়েছেন। এছাড়া প্রত্যেক রাজ্য সরকারকে একটি করে বিজ্ঞপ্তির কপি ও পাঠানো হয়েছে। আসলে রেশন কার্ড না থাকার কারণে গ্রাহকরা খাদ্য শস্য নিতে পারছে না। অপরদিকে ডিলারদের সমস্যায় পড়তে হচ্ছে কারণ রেশন কার্ড না থাকার পরেও যদি রেশন দেওয়া হয় তাহলে তাদের শাস্তির মুখে পড়তে হচ্ছে। তাই কেন্দ্র সরকারের অনুমতি থাকলেও রেশন দিতে পারছিলেন না ডিলাররা।
আরও পড়ুন-ধ্বংস হতে চলেছে পৃথিবী! ২৪ এর জায়গায় ২৫ ঘন্টা করে হবে দিন; কি বলছেন বিজ্ঞানীরা?
রাজ্যের খাদ্য দপ্তরে তরফ থেকেও বারণ করে দেওয়া হয়েছিল আর তাই এবার প্রত্যেক রাজ্যে বিজ্ঞপ্তি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারকে সব ধরনের সমস্যা খুলে জানিয়েছেন সমস্ত ডিলাররা। রেশন কার্ড নিয়ে অসুবিধা হলেও খাদ্যের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না বলেই জানিয়েছেন কেন্দ্র খাদ্য মন্ত্রক। একই সঙ্গে রেশন ডিলারদের সামনে আরো 14 টি সমস্যা তুলে ধরেন। আর কেন্দ্র সরকার বলেছেন যে সে সমস্ত সমস্যা অতি শীঘ্রই যেন মেটানো হয়।
ওই ঘটনা সম্পর্কে রেশন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সংবাদ মাধ্যমকে জানান যে, আধার কার্ড না থাকার কারণে রেশন পেতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বহু সাধারণ মানুষ। যদি কোন মানুষের আধার কার্ড না হয়ে থাকে তাহলে তিনি রেশন পাবেন না। এটা সত্যিই অমানবিক। তাই আমরা সকল রেশন ডিলাররা মিলে কেন্দ্র সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে বলেছি। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক আমাদেরকে আশ্বাস দিয়েছে যে দ্রুত এই বিষয়ে সমস্যার সমাধান করবেন তিনি।