সিবিআই তদন্তের দাবি থেকে না সরলে প্রাণ যাবে! হুমকি দিয়ে ফোন আনিসের পরিবারকে
Connect with us

বাংলার খবর

সিবিআই তদন্তের দাবি থেকে না সরলে প্রাণ যাবে! হুমকি দিয়ে ফোন আনিসের পরিবারকে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে নতুন মাত্রা যোগ হল। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই ঝড় উঠেছে রাজ্যজুড়ে। আর তার মাঝেই নিত্য নতুন ঘটনা সামনে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

কিন্তু আনিস খানের পরিবার ক্রমাগত দাবি করে চলেছেন সিবিআই তদন্তের। এর মধ্যেই খুনের হুমকি দিয়ে ফোন আসার অভিযোগ করলেন মৃত আনিস খানের দাদা। এবং সেই ফোনে বলা হয়, সিবিআই তদন্ত চাইলে আনিসের বাবা এবং দাদাকে মেরে ফেলা হবে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসায় নতুন করে প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছেন আনিসের পরিবার। মঙ্গলবার রাত একটা নাগাদ আনিসের দাদা সাবির খানের মোবাইলে একটি ফোন আসে। এক অজ্ঞাত নম্বর থেকে ফোনটি আসে বলেই পরিবারের দাবি। ওই ফোনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলেই অভিযোগ করেন সাবির খান। তিনি জানান তাঁর ফোনে অচেনা নম্বর থেকে ফোনটি আসে। সেই ফোনে ওপার থেকে তাঁকে হুমকি দেওয়া হয়।

তাঁকে হুমকি দিয়ে বলা হয় যদি তিনি সিবিআই তদন্তের দাবি থেকে সরে না আসেন, তাহলে তাঁকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। সাবির খান তাঁকে প্রশ্ন করাতে ওই ব্যক্তি আবার বলেন সিবিআই তদন্তের দাবি থেকে সরে আসতে, নতুবা সে সাবিরকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। এভাবে হুমকি ফোন আসাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সূত্রপাত হলো বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, বারংবার সিটের কর্তারা আনিসের বাড়িতে এসে তদন্তের কথা জানালেও বাবা সালেম খান ও দাদা সাবির কিন্তু সিবিআই ও কোর্টের মাধ্যমে তদন্তের দাবি জানিয়ে আসছেন।

Advertisement

মঙ্গলবার দু’বার সিটের সদস্যরা তাঁদের বাড়িতে গিয়ে খালি হাতে ফিরে আসেন। তদন্তকারী আধিকারিকদের ঘিরেও চলে ক্ষুব্ধ এলাকাবাসীদের বিক্ষোভ। তারই মাঝে সাবিরের মোবাইলে হুমকি ফোন এলাকার সাধারণ মানুষকে আরও বিক্ষুব্ধ করে তুলবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ভাইয়ের মৃত্যু-রহস্যে এখনও অভিযুক্তরা অধরা। তার মধ্যেই আবার এই হুমকি ফোন পাওয়ায় তাঁদের পরিবার যথেষ্ট আতঙ্কিত বলেই জানিয়েছেন সাবির।

Continue Reading
Advertisement