ভাইরাল খবর
স্বামীকে বান্ধবীর সন্তানের বাবা হওয়ার অনুমতি স্ত্রী’র!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পুরুষ কিংবা নারী উভয়ই সঙ্গীর বন্ধু-বান্ধবীকে নিয়ে ঈর্ষা প্রকাশ করেন অনেকসময়। বিষয়টি স্বাভাবিক হলেও, এ নিয়ে অনেকের মধ্যে বিরোধ ও কলহ মারাত্মক রূপ ধারণ করেন। একজন নারীরও যেমন পুরুষ বন্ধু থাকতে পারে, একইভাবে এজন পুরুষেরও নারী বন্ধু থাকা অস্বাভাবিক নয়। তবে এ নিয়ে দাম্পত্য কলহেরও সৃষ্টি হয়। এর কারণ হল প্রিয়জনকে হারানোর ভয়।
আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে নবান্নের বৈঠক বয়কট শুভেন্দুর
এমন দৃশ্য সিনেমা, গল্প, উপন্যাসের মতোই বাস্তবেও সবার মনে বিরাজমান। তবে জানেন কি, সম্প্রতি এমন এক ঘটনার কথা ভাইরাল হয়েছে যা শুনে মাথায় হাত পড়েছে নেটিজেনদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও থেকে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা জেস ও স্টিফেন ডিমার্কো, দীর্ঘ ১৩ বছর ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। তবে তাঁদের মাঝে রয়েছে তাঁদেরই এক বান্ধবী, যিনি উভয়েরই পরিচিত।
জেস জানিয়েছেন, বহুবার স্টিফেন ও তাঁর বান্ধবীকে একসঙ্গে দেখেছেন তিনি, এমনকি তিনি চান এই পরিবারটি বড় হোক। একই সঙ্গে তাঁদের সন্তানের ইচ্ছেপ্রকাশও করেছেন তিনি। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই কমেন্ট করেছেন অনেকে। কেউ তাঁর মতের বিরোধীতা করলেও কেউ কেউ আবার তাঁর সিদ্ধান্তে সহমত জানিয়েছেন।