দেশের খবর
‘নূপুর শর্মার শিরচ্ছেদ করলে বাড়ি দান করব’, ভাইরাল ভিডিয়োতে বিতর্ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এখনও দগদগে রাজস্থানের দর্জি এবং মহারাষ্ট্রের কেমিস্ট খুনের ঘটনার স্মৃতি। সেই ক্ষতে নুনের ছিঁটা দিয়ে ফের নূপুর শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যে ছড়াল বিতর্ক।
জানা গিয়েছে, একটি বিতর্কিত ভিডিয়োতে দেখা গিয়েছে যে, আজমির দরগার খাদিম সালমান চিশতি ভারতীয় জনতা পার্টির (BJP) প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার শিরশ্ছেদকারীকে তার বাড়ি বিনামূল্যে দিয়ে দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, খাদিম সালমান চিশতির দাবি, নবীর অপমানকারী নূপুর শর্মার যে শিরচ্ছেদ করতে পারবেন তাঁকে সালমান তাঁর নিজের বাড়ি দান করে দেবেন। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই দেশজুড়ে ফের ছড়িয়েছে সমালোচনার ঝড়।
ভিডিয়োটি কানহাইয়া লালের খুনি রিয়াজ মোহাম্মদ ও গাউস মহম্মদের তৈরি করা ভিডিয়োর মতো। প্রায় তিন মিনিটের ভিডিয়োতে দেখা গিয়েছে, সালমান চিশতি প্রকাশ্যে ধর্মীয় অনুভূতির কথা উল্লেখ করে নূপুর শর্মাকে হত্যার হুমকি দিচ্ছেন।
আরও পড়ুন: টানা বৃষ্টিতে ভাসছে মুম্বই, বিপর্যস্ত রেল পরিষেবা
ভিডিয়োতে সালমান চিশতি বলছেন, ”আমার মায়ের কসম, যিনি আমাকে জন্ম দিয়েছেন। আমি তাকে প্রকাশ্যে গুলি করে মারতাম। আমি আমার সন্তানদের দিব্যি, আমি তাকে গুলি করতাম এবং আজও বলছি, যে নূপুর শর্মার মাথা আনবে, আমি তাকে আমার বাড়ি দেব”।
এদিকে ওই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর আজমির শহরের আলওয়ার গেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজমিরের এএসপি বিকাশ সাংওয়ান বলেন, ”পুলিশ এই ভিডিয়ো নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ভিডিয়োতে সালমান চিশতীকে মদ্যপ অবস্থায় দেখা যাচ্ছে। সালমানকে ধরার জন্য তল্লাশি শুরু হয়েছে”।
আরও পড়ুন: রেস্তরাঁর খাবারে নেওয়া যাবে না সার্ভিস চার্জ, নিলেই অভিযোগ
প্রসঙ্গত, এর আগে নূপুর শর্মাকে সমর্থন করায় দর্জি কানহাইয়া লালকে নৃশংসভাবে খুন করেছিল রিয়াজ ও গাউস মহম্মদ। অভিযুক্তরাও ভিডিয়ো করে খুনের হুমকি দিয়েছিল। এমনকি তারা হত্যাকাণ্ড রেকর্ড করে এবং তার পরে একটি ভিডিয়ো তৈরি করে বলে অভিযোগ।