বাংলার খবর
গরু পাচার মামলায় সিবিআই-এর ডাকে নিজাম প্যালেসে দেব! শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গরু পাচার মামলায় সোমবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গিয়েছেন অন্যতম সাক্ষী অনুব্রত মণ্ডল। তবে মঙ্গলবার গরু পাচার মামলার আরেক সাক্ষী অভিনেতা সাংসদ দেব নিজাম প্যালেসে হাজিরা দিলেন। এই মামলায় ঘাটালের সাংসদকেও তলব করেছিল সিবিআই।
মনে করা হয়েছিল অনুব্রত মণ্ডলের মতো তিনিও হয়তো হাজিরা এড়িয়ে যাবেন। এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তাঁর আইনজীবীকে পাঠাবেন। কিন্তু মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ সশরীরে এসে নিজাম প্যালেসে হাজিরা দিলেন দেব। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আজ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেস সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে গত ৯ ফেব্রুয়ারি দেবকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, গরু পাচার মামলায় এখনও পর্যন্ত যাঁদের ধরা হয়েছে বা যে সমস্ত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের বয়ানে উঠে এসেছে নায়ক তথা তৃণমূল সাংসদের নাম।
আরোও পড়ুন – মাওবাদীদের কাছ থেকে অপহৃত স্বামীকে ছাড়াতে সন্তানকে কোলে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী!
তবে গরু পাচার কাণ্ডের সঙ্গে দেবের কী সম্পর্ক সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাঠানো নোটিশেও সে কথা উল্লেখ করা হয়নি। তবে সূত্রের খবর, গরু পাচার কাণ্ডে অন্যতম চক্রী এনামুল হকের সঙ্গে দেবের বেশ কিছু যোগসূত্র পাওয়া গিয়েছে। সেই সব যোগসুত্রগুলির বিষয়েই আরও খতিয়ে দেখার জন্যই দেবকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। তাঁকে এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করে আরও কোনও নতুন তথ্য পাওয়ার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। কীভাবে মামলার অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে তাঁর যোগাযোগ হল, তিনি কীভাবে এনামুল হলকে চিনতেন, কবে থেকে তাঁদের মধ্যে পরিচয়, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আরও বিস্তারিত জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই কারণেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এবং জিজ্ঞাসাবাদের সমস্ত বয়ান রেকর্ড করা হবে।