বাংলার খবর
নিষ্ঠার সঙ্গেই কাজ করতে চাই, স্কুলে যোগ দিয়েই জানিয়ে দিলেন ববিতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ চার বছরের লড়াইয়ে আগেই জয়ী হয়েছিলেন। অবশেষে সোমবার চাকরিতে যোগ দিলেন ববিতা সরকার। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় সোমবার মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাই স্কুলে শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিলেন ববিতা। তবে মন্ত্রীর বাড়ির পাশের স্কুলে যোগ দিয়ে বিন্দুমাত্র ভয় নেই বলেই জানিয়ে দিলেন ববিতা। ছোটবেলা থেকেই শিক্ষিকা হওয়ার সব স্বপ্ন দেখা ববিতা জানিয়েছেন, তিনি নিষ্ঠার সঙ্গেই কাজটা করতে চান।
সোমবার ইন্দিরা গার্লস হাই স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দেওয়ার পর ববিতা বলেছেন, ‘দীর্ঘ চার বছর ধরে লড়াই করার পর অবশেষে আজ আমি স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিলাম। খুবই ভালো লাগছে। আমার জন্য এতদিন ধরে যারা লড়াই করেছেন, তাঁদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আজ কাজে যোগ দেওয়ার পর আমার লড়াই শেষ হল। ছোটবেলা থেকেই শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখতাম। আজ আমার সেই স্বপ্নপূরণ হল। এতেই আমি খুশি। এখন আমি নিষ্ঠার সঙ্গে এই কাজটা করতে চাই।’
যাঁর জায়গায় চাকরি পেলেন, সেই মন্ত্রীকন্যা অঙ্কিতার উদ্দেশ্যে তিনি কিছু বলতে চান কিনা জিজ্ঞাসা করা হলে ববিতা জানিয়েছেন, ‘হাইকোর্টের নির্দেশেই আমি চাকরি পেয়েছি। মেধা তালিকায় যাদের নাম আছে তাঁরাও ভবিষ্যতে চাকরি পাবেন। আমার লড়াইটা ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে ছিল না। এই চাকরির যোগ্য দাবিদার আমি ছিলাম। সেই জন্যই শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছি। আজ সেই লড়াইয়ে আমি জয়ী। শিক্ষিকা হওয়ার স্বপ্ন আমার পূরণ হয়েছে। এর বেশি কিছু আমি চাই না এতেই খুশি।’ ববিতার স্কুলে যোগ দেয়া প্রসঙ্গে ইন্দিরা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া বলেছেন, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ থেকে ববিতাকে ইন্দিরা গার্লস হাই স্কুলের শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হল। আমরা আরও একজন শিক্ষিকাকে পেলাম। খুবই খুশি।’ তবে অঙ্কিতাকে নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি স্কুলের প্রধান শিক্ষিকা।
২০১৬ সালে স্কুলশিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেন ববিতা সরকার। সেই পরীক্ষার মেধাতালিকা প্রকাশ হয় ২০১৭ সালের ২৭ নভেম্বর। সেই তালিকায় ববিতার নাম প্রথম ২০তে থাকলেও পরে তালিকাটি বাতিল করে দেয় এসএসসি। প্রকাশ হয় নতুন মেধা তালিকা। তাতে এক ঘর পিছিয়ে যান ববিতা। অথচ ববিতার থেকে ১৬ নম্বর কম পেয়েও মেধাতালিকার শীর্ষে ওঠে আসেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। ফলে ববিতার নাম চলে যায় ওয়েটিং লিস্টে। ঘটনাটি জানতে পেরেই আদালতের দ্বারস্থ হন ববিতা। দীর্ঘ চার বছর ধরে লড়াই চালিয়ে অবশেষে জয়ী হলেন ববিতা। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে গত বৃহস্পতিবারই নিয়োগপত্র হাতে পেয়েছিলেন ববিতা। জানা গিয়েছে, ববিতার বেতন হতে চলেছে ৪২ হাজার ৬০০ টাকা।
উল্লেখ্য, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ববিতা সরকার। সেই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয়। সেই সঙ্গে তাঁর এতদিনের কর্মজীবনে পাওয়া সমস্ত বেতন আদালতের রেজিস্টার জেনারেলের কাছে ২ কিস্তিতে গত ৭ জুন এবং আগামী ৭ জুলাই জমা দেওয়ার নির্দেশ দেয়। জানা গিয়েছে, অঙ্কিতা ইতিমধ্যেই সেই টাকা আদালতকে ফেরত দিয়ে দিয়েছেন। আদালতও ববিতাকে সেই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে গত শুক্রবার আদালত ১০ দিনের মধ্যে ববিতাকে চাকরিতে নিয়োগ দেওয়ার নির্দেশ পর্ষদকে দিয়েছিল। তার পরই গত সোমবার নিয়োগের সুপারিশপত্র হাতে পেয়েছিলেন ববিতা। সল্টলেটে স্কুল সার্ভিস কমিশনের দফতরে স্বামীর সঙ্গে এসে সুপারিশপত্র নিয়ে গিয়েছিলেন তিনি। আদালতের নির্দেশে মতো বৃহস্পতিবার পর্ষদের পাঠানো নিয়োগপত্র হাতে পান ববিতা। আর সোমবার দীর্ঘ লড়াইয়ের পর স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ববিতা সরকার।