দেশের খবর
শুধুমাত্র ভাতের বিনিময়ে দু-বেলা পড়াতে চাই! বাংলাদেশের গৃহশিক্ষকের বিজ্ঞাপন দেখে নেটিজেনদের চোখে জল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সবার ইচ্ছা ও স্বপ্ন থাকে লেখাপড়া শিখে চাকরি করবে। কিন্তু সারা বিশ্বে শিক্ষিত বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরপর করোনা অতিমারীর পর অনেকেই চাকরি হারিয়েছেন। স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়াশোনা বন্ধ হয়েছে। স্কুলের শিক্ষকদের চাকরি ঠিক থাকলেও রোজগার হারিয়েছেন গৃহ শিক্ষকরা।
সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় পুণরায় স্কুল খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে গৃহ শিক্ষকরা তাঁদের বিজ্ঞাপন দিয়ে আবারও টিউশনি শুরু করেছেন। কিন্তু এমনই একজন গৃহশিক্ষকের আবেদন সকলের মনকে ছুঁয়ে গিয়েছে। বাংলাদেশের জয়পুরহাট পাঁচবিবির বাসিন্দা আলমগীর কবীর নামে ওই গৃহ শিক্ষকের আবেদন, ‘সকাল এবং দুপুর শুধু মাত্র দু-বেলা ভাতের বিনিময়ে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াতে চাই।’ ওই গৃহ শিক্ষক বগুড়ার জহুরুল এলাকাতে সাদা কাগজে প্রিন্ট করা এই বিজ্ঞাপন দিয়েছেন। এলাকার মধ্যেই টিউশনি চেয়েছেন তিনি। সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান নিয়ে স্নাতক করেছেন কবীর। চাকরি খুঁজে খুঁজে বারবার ব্যর্থ হয়েছেন।
সেই কারণেই গৃহ শিক্ষকতা শুরু করেন। কিন্তু, করোনা অতিমারীর জন্য আয় কমেছে। এই মুহূর্তে তিনি একটি টিউশনি করছেন। তা থেকে মাসে বাংলাদেশি টাকায় হাজার দেড়েক টাকা পান। যা দিয়ে দু’বেলা ঠিকমতো ভাত জোটে না। তাই তিনি এই কাতর আবেদন করেছেন। গৃহ শিক্ষক কবীরের আবেদন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই আবেদন দেখে অনেকের চোখেই জল এসে গিয়েছে। অনেকেই তাঁকে ফোন করে চাকরির প্রস্তাব দিয়েছেন। এসেছে পোশাক তৈরির কারখানাতে চাকরির প্রস্তাব। কিন্তু চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রয়োজনে ছুটি পেতে অসুবিধা হবে বলে তিনি ওই চাকরি গ্রহণ করেননি।