বিদেশের খবর
আমি আর কোন ধরনের সমঝতা করতে চাই না, আমার ডিভোর্স চাই। কেনই বা নায়িকা এতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন?

বেঙ্গল এক্সপ্রেস: বাংলাদেশের নায়িকা পরিমনি ও শরিফুল রাজের সংসার ভেঙে যাওয়ার কাহিনী কারো কাছে আর গোপন নেই। ইতিমধ্যে অনেক অবধি জল গড়িয়ে গিয়েছে। প্রকাশ্যে দেখা গিয়েছে যে পরীমনি কান্নায় ভেঙে পড়ছে। আর সেই ছবি চারিদিকে ভাইরাল হয়ে যাচ্ছে।
রাজের ফোন থেকে নায়িকাদের গোপন ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই এই ঝামেলা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। অনেকদিন হয়েছে যে তারা এখন একসাথে নেই। আর এইসবের মধ্যেই রাজের বান্ধবী অভিনেত্রী সুনেরাহ পরিমনির দিকে অভিযোগের আঙুল তুলছেন। আর এইসব নিয়েই নায়িকা যেন আরো ক্ষুব্ধ হয়ে উঠেছেন। নায়িকা পরীমনি স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে চলেছেন।
আর এইবার তো সোজা আইনি বিচ্ছেদের প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের মধ্যে তিনি জানান যে,” ২৪ ঘন্টার মধ্যে আমার আইনি বিচ্ছেদ চাই, রাজ আমার ডিভোর্স দিয়ে দিক আমি সেটাই চাই। আমি আর রাজার স্ত্রী এর পরিচয় থাকতে চাই না। আমি শুধুমাত্র রাজ্যের মা হয়ে থাকতে চাই যে পরিচয় এর মধ্যে কোন ধরনের মিথ্যা থাকবে না”।
আরও পড়ুন-সঠিকভাবে হাসার জন্য এখন থেকে যেতে হবে স্কুলে। কোথায় রয়েছে স্কুল জানতে বিস্তারিত পড়ুন
অভিনেত্রী আরো বলেন যে, যে মানুষ আমাকে জনসমক্ষে অসম্মান করে সেই রকম ফেক মানুষের সঙ্গে আমি থাকতে চাই না। আর বাচ্চার দায়িত্ব শুধুমাত্র একজনের উপর চাপিয়ে দিয়ে রাজ ঘুরে বেড়াব তা তো আর হয় না। সবকিছুই থেকে যাবে রাজ্য বড় হয়ে দেখবে কোনটা ঠিক আর কোনটা ভুল। রীতিমতো রাজ কে হুমকিও দিয়েছেন অভিনেত্রী। শুধুমাত্র মুখেই বলো যে রাজ্য আমার বেবি আমার একটা বেবি রয়েছে। সুস্থভাবে নিজের মাথায় ঢোকাও আমি আর কোন সমঝোতা করতে চাই না। যেইরকম পরিস্থিতি চলছে অভিনেত্রী পরীমনি ও অভিনেতার শরিফুল রাজের জীবনী তাতে বোঝা যাচ্ছে যে পরিমনির পঞ্চম বিয়েও টিকবে না।