দেশের খবর
লোকাল ট্রেনে তুলকালাম, ঠোঁটে-নাকে কামড়ে ছাত্রীর ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুম্বইয়ের ‘লাইফলাইন’ বলা হয় লোকাল ট্রেনকে। লক্ষ লক্ষ মুম্বইবাসীর একমাত্র ভরসা লোকাল ট্রেন। এবার সেই মুম্বইয়ের লোকাল ট্রেনেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। গত রবিবার রাতে মুম্বইয়ের লোকাল ট্রেনের এক পুরুষ ও মহিলার চুলোচুলির ঘটনা সামনে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও। এবার এক কাগজ কুড়ানী ও মহিলা যাত্রীর মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটল। ওই কাগজ কুড়ানী ছিনতাই ও শ্লীলতাহানীর চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেছেন মহিলা যাত্রী।
গত সোমবার বিকালে বছর কুড়ির এক ছাত্রী চার্চগেট স্টেশন থেকে একটি লোকাল ট্রেনে ওঠেন। ওই কামরায় আরও বেশ কয়েকজন যাত্রী ছিলেন। ওই ছাত্রী জানলার ধারে এর একটি সিটে গিয়ে বসেন। এরপর সামনের এক স্টেশন থেকে দুষ্কৃতী গোছের ব্যক্তি ওই ছাত্রীর উল্টো দিকের সিটে গিয়ে বসে। ভয় পেয়ে ওই ছাত্রী যখন আসন ছেড়ে দরজার ধারে দাঁড়াতে যায়। তখনই পাপ্পু গুন্ডা নামে ওই ব্যক্তি ছাত্রীটিকে বসার জন্য বলে। কিন্তু ছাত্রটি বসতে অস্বীকার করায় তার ব্যাগ ধরে টানাটানি করতে শুরু করে পাপ্পু। পরে ওই ছাত্রী অভিযোগ করেন, পাপ্পু তাঁর ব্যাগ ছিনতাই করার চেষ্টা করছিল। শুরু হয় দু’জনের মধ্যে ধস্তাধস্তি। সেই সময় ওই ছাত্রীটির ঠোঁট ও নাকে পাপ্পু কামড়ে দেয় বলে অভিযোগ। সেই দেখে এক যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেন। ট্রেন থামলে লাফ দিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী
তবে পাপ্পুকে ধরে ফেলে ট্রেনের অন্যান্য যাত্রীরা। এবং তাকে বেধড়ক মারধর করে। তারপরই তাকে তুলে দেওয়া হয় জিআরপির হাতে। পাপ্পুর বিরুদ্ধে ছিনতাইয়ের চেষ্টা ও শ্লীলতাহানীর অভিযোগ এনেছেন ওই ছাত্রী। তাঁর বয়ান রেকর্ড করার পর অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। লোকাল ট্রেনে এই ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন যাত্রীরা। ট্রেনী মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।