Uncategorized
ছেলের পড়াশোনার জন্য চেয়েছিলেন স্মার্টফোন, সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্মার্টফোন কেনা নিয়ে অশান্তি। সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে! দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা লস্করপুরের পেয়ারা বাগান এলাকার ঘটনা। ঘটনায় স্বামী সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জখম অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ছেলের অনলাইনে পড়াশোনার জন্য দীর্ঘদিন ধরে স্বামীর কাছে স্মার্টফোনের দাবি করে আসছিলেন ওই মহিলা। কিন্তু স্বামী তা দিতে অস্বীকার করে। সম্প্রতি, একটি স্মার্টফোন কেনে তাঁর স্ত্রী। এরপর থেকেই সন্দেহ শুরু হয়। এর জেরে শুরু হয় বচসা। সেই বচসার জেরেই স্বামী তাঁর স্ত্রীকে খুন করার জন্য দুই সুপারি কিলারকে নিয়োগ করে বলে অভিযোগ। শুক্রবার রাতে মহিলার স্বামী ওই দুই সুপারি কিলারকে নিয়ে যখন বাড়িতে এসে স্ত্রীকে খুন করার চেষ্টা করে, সেই সময় মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
ওই ঘটনার পর স্বামী সহ এক সুপারি কিলার চম্পট দিলেও একজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। শনিবার সকালে ওই মহিলার স্বামীকে গ্রেফতার করে পুলিশ। অপর সুপারি কিলারের খোঁজ চলছে। জানা গিয়েছে বউকে মারতে রাজেশ ঝাঁ নামে অভিযুক্ত স্বামী ৫০ হাজার টাকা সুপারিও দেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত করছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন ওই মহিলা। তাঁর গলায় সাতটি সেলাই পড়ে।