ভাইরাল খবর
‘Wife for Sale’! স্বামীর কাণ্ড শুনে অবাক নেটিজেনরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জিনিসই বেচা-কেনা চলে। গাড়ি থেকে শুরু করে বাড়ির পুরনো আসবাবপত্র, অনলাইন পণ্য সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করলে কম দামেই পাওয়া যায় সেই সব। তবে এই অনলাইনে নিজের স্ত্রীকে বিক্রি করার কথা কখনও শুনেছেন কি? আজ্ঞে হ্যাঁ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছে এক ব্যক্তির এই পোষ্ট।
আরও পড়ুন: টেক্সাসে স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত ১৯ শিশু সহ ২১
উল্লেখ্য, পেশায় বার মালিক রবি ম্যাকমিলান, সোশ্যাল মিডিয়ায় হঠাৎই নিজের স্ত্রীয়ের ছবি দিয়ে লিখেছেন, ‘Wife for Sale’। সঙ্গে স্ত্রীকে গাড়ির সঙ্গে তুলনা করে বিরবণও দিয়েছেন তিনি। আর তাঁর এই পোষ্ট দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। পোষ্টটিতে ওই ব্যক্তি লিখেছেন, ‘এক বছরের জন্য ভাল পরিস্থিতি, হেডলাইট ভাল। টায়ারের পরিস্থিতি ভাল।’
প্রসঙ্গত, দীর্ঘ ২০ বছর ধরে একসঙ্গে রয়েছেন ওই দম্পতি। এই পোষ্টটি প্রকাশ্যে আসার পরই অনেকেই যোগাযোগ করতে শুরু করেন রবির সঙ্গে। তবে তিনি যে নিছক মজার ছলেই এই পোষ্ট করেছেন পড়ে অবশ্য সে কথা জানিয়েও দিয়েছেন। অন্যদিকে, এই পোষ্টটি দেখে নিজের স্বামীকে ‘প্র্যাঙ্কস্টার’দের সঙ্গে তুলনা করেন রবির স্ত্রী সারা।