বাংলার খবর
জলপাইগুড়িতে স্ত্রীর হাতে খুন স্বামী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের গয়েরকাটায় খুনের ঘটনা ঘটল। এবারে স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গয়েরকাটার হিন্দুপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই নিয়ে ৪৫ দিনের মধ্যে গয়েরকাটার একই এলাকায় দু’টি খুনের ঘটনা ঘটল। মৃতের নাম সুরেন বড়া (৪৫)। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বানারহাট থানা ও বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী দুর্গি বড়াকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সুরেন বড়ার বাড়িতে পারিবারিক অশান্তি লেগেই থাকত। স্ত্রীর ওপর নির্মম অত্যাচার চালানো সহ বাড়িতে ভাঙচুর চালাতেন সুরেন। ২ বছর আগে তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগে স্বামীর বিরুদ্ধে বানারহাট থানায় অভিযোগ জানিয়েছিল দুর্গি। সেই জন্য ২ বছর জেলেও ছিলেন সুরেন। কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরে। কিন্তু ফের শুরু হয় অত্যাচার। অভিযোগ, সোমবার রাতে তুমুল গণ্ডগোল বাঁধে স্বামী ও স্ত্রীর মধ্যে। তারপরই মঙ্গলবার সকালে বাড়ি থেকে সুরেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতদেহের পাশ থেকে দু’টি মোটা গাছের ডাল উদ্ধার করেছে পুলিশ। যা থেকে অনুমান করা হচ্ছে, সেই ডালের আঘাতেই মৃত্যু হয়েছে সুরেনের। তাঁর মাথার পিছন সহ সাড়া দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘরের ভেতরেও টিনের দেওয়াল ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
বানারহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে সুরেন বড়া নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে খুনের অভিযোগে তাঁর স্ত্রী দুর্গি বড়াকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।