দেশের খবর
বন্ধুর সঙ্গে ভিডিও কলে নিজের স্ত্রীকে যৌন মিলনে বাধ্য করলেন স্বামী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভিডিও কলের মাধ্যমে স্ত্রীকে বন্ধুর সঙ্গে সঙ্গমে লিপ্ত করতে বাধ্য করলেন স্বামী! পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিলেন খোদ স্বামী! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। গোটা ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুর সঙ্গে নিজের স্ত্রীকে যৌন সম্পর্কে আবদ্ধ হতে বাধ্য করেছেন ইন্দোরের এক ব্যক্তি। এমনকী, স্ত্রীর সঙ্গে বন্ধুকে ঘণিষ্ঠ হতেও নির্দেশ দেন ওই ব্যক্তি। যখন তাঁর স্ত্রীর সঙ্গে ওই বন্ধুর সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে, তখনই ভয়ানক পরিকল্পনা করেন অভিযুক্ত ওই ব্যক্তি। বন্ধুকে দিয়েই নিজের স্ত্রীকে ভিডিও কল করান তিনি। এবং সেই ভিডিও কলেই বন্ধুর সঙ্গে স্ত্রীকে সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করেন। স্ত্রীর অজান্তেই সেই সঙ্গমের ভিডিও রেকর্ড করেন ওই ব্যক্তি। তারপরই ওই ভিডিও দেখিয়ে নিজের স্ত্রীকেই ব্ল্যাকমেল করতে শুরু করেন ওই ব্যক্তি। অভিযোগ সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল করে দেন।
গোটা ঘটনায় ইতিমধ্যেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে বিয়ের আগে ওই মহিলার উত্তরাখণ্ডের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তারপর দু’জনের মধ্যে সেই সম্পর্ক আরও গাঢ় হলে ওই যুবক তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এই প্রস্তাবে সম্মতিও জানান ওই মহিলা। তারপরেই দু’জনে বিয়ে করেন। কিন্তু বিয়ের মাসখানেক পরই তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
এই ঘটনার কয়েক বছর পরই ইন্দোরের এক ব্যক্তি তথা বর্তমানে তাঁর স্বামীর সঙ্গে আলাপ হয় ওই মহিলার। তারপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এবং তাঁরা বিয়ে করেন। নির্যাতিতা ওই মহিলার অভিযোগ, তাঁর বর্তমান স্বামী এবং আগের পক্ষে স্বামীর বন্ধু মিলে প্রতিশোধ নিতেই তাঁকে ফাঁদে ফেলেছেন। এবং তাঁর স্বামী নিজের বন্ধুর সঙ্গে তাঁকে যৌন মিলনে বাধ্য করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। সেই ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেইল এবং অপদস্থ করা হচ্ছে। সেই মহিলার আরও অভিযোগ, তাঁর স্বামী বিয়ের পর থেকেই তাঁকে সন্দেহ করতেন। তাই প্রেমের জালে ফাঁসিয়ে এইভাবে বদলা নেওয়ার চেষ্টা করছেন।