বাংলার খবর
স্ত্রীকে খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্ত্রীকে খুন করে সোজা থানায় গিয়ে হাজির হলেন স্বামী। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের তালপুর এলাকায়। পুলিশ জানিয়েছেন, মৃত ওই গৃহবধূর নাম হোসেনাড়া বেগম (৪৮), অভিযুক্ত স্বামীরভ নাম শেখ আব্দুল ওয়াহাব।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের চারটি সন্তান রয়েছে। অভিযোগ এদিন সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দরজার খিল দিয়ে তাঁর মাথায় বার বার আঘাত করে স্বামী শেখ ওয়াহাব। ঘটনায় মাথা থেতলে যায় ওই গৃহবধূর। এরপর রক্তাক্ত অবস্থায় ঘর থেকে তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে স্ত্রী কে খুন করে তারকেশ্বর থানায় গিয়ে পুলিশের সামনে আত্মসমর্পণ করে শেখ ওয়াহাব। এরপর অভিযুক্তের বাড়ি গিয়ে পুলিশ দেহটি উদ্ধার করে এবং দেহ ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় পুলিশ জানিয়েছেন, স্বামী শেখ ওয়াহাবকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শেখ ওয়াহাবের কঠোর শাস্তির দাবি তুলেছেন তার শ্বশুরবাড়ির সদস্যরাও।
উল্লেখ্য, এদিকে শনিবার বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের বটতলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রহৃত বৃদ্ধা সুভদ্রা রায়ের উপর তাঁর ছেলে ও বৌমা দীর্ঘদিন ধরে অত্যাচার করছিল। দিন-দিন ক্রমশ বাড়ছিল অত্যাচারের মাত্রা।
আরও পড়ুন:বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ, শ্রীঘরে ছেলে-বৌমা
শুধু তাই নয়, শুক্রবার রাতে ওই বৃদ্ধাকে তাঁর ছেলে ও বৌমা পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনায় পুলিশ শুক্রবার রাতেই ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন। যদিও ঘটনায় তাঁর ছেলে-বৌমা ফেরার থাকায় তাদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।