বাংলার খবর
সরকারি চাকরি পাওয়ার অপরাধ! স্ত্রীর হাতের কব্জি কাটল স্বামী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যে সরকারি চাকরির জন্য মানুষ হা পিত্যেশ করে, সেই সরকারি চাকরি পাওয়াই কাল হল রেণু খাতুনের। নার্সে চাকরি পেয়েও নেই শান্তি। গার্হস্থ্য হিংসার জেরে কাটা গেল হাতের কব্জি।
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের চিনিসপুর এলাকায়। জানা গিয়েছে, স্ত্রী রেণু খাতুন সরকারি নার্সের চাকরি পান সম্প্রতি। খুশির খবর সবার আগে স্বামীকে দিতে গিয়েই বিপত্তি। স্ত্রীর সরকারি চাকরি পাওয়ার অপরাধে ঘুমের ঘোরে তাঁর হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে খোদ স্বামীর বিরুদ্ধে।
জানা গিয়েছে, শনিবার রাতে কেতুগ্রামের চিনিসপুরের বাড়িতেই ঘুমিয়ে ছিলেন রেণু খাতুন। অভিযোগ সেই সময় বাড়িতে বন্ধুদের নিয়ে ঢোকেন অভিযুক্ত শের মহম্মদ শেখ। গভীর রাতে অঘোরে ঘরে ঘুমোচ্ছিলেন রেণু। সেই সময় আচমকা বালিশ চাপা দিয়ে তাঁকে কাবু করা হয়।
আরও পড়ুন: পরীক্ষার সময় হাসপাতালে ভর্তি মা, মেধাতালিকায় নজরকারা সাফল্য ছেলের
অভিযোগ, বালিশ চাপা দিয়ে কাবু করে ধারালো অস্ত্রের সাহায্যে রেণুর ডান হাত কব্জি থেকে কেটে নেন অভিযুক্ত। তারপরে সেই অবস্থায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত। পরে দুর্গাপুরের এক নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় মহিলাকে। খবর দেওয়া হয় রেণুর বাপেরবাড়িতে। মহিলার বাড়ির লোকের দাবি, তাঁরা হাসপাতালে গিয়ে পৌঁছতেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত।
এদিকে এই ঘটনায় কব্জি কেটে নেওয়ার পর হাসপাতালে নিয়ে গেলেও কাটা হাত বাড়িতেই লুকিয়ে রেখেছিল অভিযুক্ত। চিকিৎসকেরা যাতে কোনওভাবেই হাত জোড়া দিতে না পারে সেই কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। হাত জোড়া না লাগলে চাকরি পাওয়া যাবে না, এমন ভাবনা থেকেই এই কাজ বলে অভিযোগ।
আরও পড়ুন: বাসে ওঠা নিয়ে বিবাদ, গণপিটুনিতে প্রাণ গেল প্রৌঢ়ের
এই বিষয়ে আক্রান্তের ভাই বলেন, ‘আমার বোনটা যাতে চাকরি না পায় তার জন্য পরিকল্পনা করে এমন কাজ করেছে। বোনের সব দরকারি নথিও নিয়ে পালিয়ে গিয়েছে।’ পরিবার জানাচ্ছে, ছোট থেকেই মেধাবী রেণু। তাঁর স্বপ্ন ছিল নার্শ হওয়ার, তার জন্য ট্রেনিংও নেয়। কিন্তু পড়াশোনা করলেও সরকারি চাকরি করা যাবে না, এমনই নাকি দাবি করত অভিযুক্ত।