ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ! ৩ ও ৪ তারিখ দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল ৪৯ দূরপাল্লার ট্রেন
Connect with us

বাংলার খবর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ! ৩ ও ৪ তারিখ দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল ৪৯ দূরপাল্লার ট্রেন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ওড়িশা-অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় জাওয়াদ। যার প্রভাব এরাজ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই যাত্রী নিরাপত্তার কথা ভেবে বহু ট্রেন বাতিল করা হয়েছে।দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারনে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ দিয়ে যাওয়া-আসা করা বহু ট্রেন বাতিল করা হয়েছে।

আগামী ৩ ও ৪ ডিসেম্বর অর্থাৎ শুক্র ও শনিবার দক্ষিণ-পূর্ব রেলের কয়েকটি ডিভিশনের আপের সাতাশটি (২৭) ও ডাউনের বাইশটি(২২) মোট ৪৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যে সমস্ত যাত্রীরা আগে থেকে রিজার্ভেশন করেছেন তাঁদের কাছে মোবাইলে ম্যাসেজ যাবে। তাঁরা টিকিট বাতিল করে টাকা ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। ঝড়ের আশঙ্কায় লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে ট্রেন।

বৃহস্পতিবার হাওড়ার শালিমার রেল ইয়ার্ডে এমনই ছবি দেখা গিয়েছে। যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে, সেগুলো হল- ২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১৮৪৭৮ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস: ২ ডিসেম্বর, ১২৮০২ নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস: ২ ডিসেম্বর, ১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস: ২ ডিসেম্বর, ১২৫০৮ শিলচর-তিরুবনন্তপুরম আরোনাই এক্সপ্রেস: ২ ডিসেম্বর, ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ২২৮৮৩ পুরী-যশবন্তপুর গরীব রথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৮৪১ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ২২৮১৭ হাওড়া-মায়সোর এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ২২৮০৭ সাঁতরাগাছি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর,

Advertisement

\১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল: ৩ ডিসেম্বর, ২২৬৪৪ পটনা-এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১৩৩৫১ ধানবাদ-আলাপ্পুঝা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৮৯৯ টাটা-যশবন্তপুর এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১৮৪০৯ হাওড়া-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৮৯৫ শালিমার-পুরী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১৮৪৫১ হাতিয়া-পুরী তপস্বিনী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৮৭৬ আনন্দ বিহার-পুরী নীলাচল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস: ৪ ডিসেম্বর, ১৮১০৫ রৌরকেল্লা-পুরী এক্সপ্রেস: ৩ এবং ৪ ডিসেম্বর ১৮৬৩৭ হাতিয়া-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস: ৪ ডিসেম্বর, ডাউন
১২৮০১ পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস: ২ ডিসেম্বর, ১২৫০৯ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি এক্সপ্রেস: ২ ডিসেম্বর, ২২৬৪১ তিরুঅনন্তপুরম-শালিমার এক্সপ্রেস: ২ ডিসেম্বর, ১৫৯০৫ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস: ২ ডিসেম্বর, ১২৮৪২ চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর,১৮০৪৬ হায়দরাবাদ-হাওড়া ইস্টকোস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর,

১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৮৬৪ যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৮৪০ চেন্নাই-হাওড়া মেল: ৩ ডিসেম্বর, ১৪০৪৮ ভাস্কো ডা গামা-হাওড়া অমরাবতী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৬৬৪ তিরুচিরাপল্লি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১২৮৩৮ পুরী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১৮৪৫২ পুরী-হাতিয়া তপস্বিনী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১৮৪১০ পুরী-হাওড়া শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ১৫৬৪৩ পুরী-কামাক্ষ্যা এক্সপ্রেস: ৪ ডিসেম্বর, ১৮১০৬ পুরী-রৌরকেল্লা এক্সপ্রেস: ৪ ডিসেম্বর, ১২৮২২ পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস: ৪ ডিসেম্বর, ১২৮১৫ আনন্দ বিহার-পুরী নন্দন কানন এক্সপ্রেস: ৪ ডিসেম্বর, ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস: ৪ ডিসেম্বর, ২০৮১৭ ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস: ৪ ডিসেম্বর এবং ২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.