বাংলার খবর
বিধায়কের হাত ধরে ঘাসফুলে যোগ দিলেন BJP সহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপি, সিপিএম এবং কংগ্রেস থেকে একঝাঁক বুদ্ধিজীবী, শিক্ষক ও নেতাকর্মী যোগদান করলেন তণমূল কংগ্রেসে। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নিলেন বিজেপির কয়েকশো নেতা কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের এই যোগদান কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতালী ঘোষ সাহা সহ তৃনমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
চলতি বছরের জুন মাসেই শেষ হচ্ছে রায়গঞ্জ পুরবোর্ডের মেয়াদ। এরপরেই পুরভোট হবে রায়গঞ্জ পুরসভায়। ঠিক তার আগেই রায়গঞ্জ শহরের বিজেপির নেতাকর্মী থেকে শুরু করে বহু সিপিএম, কংগ্রেস প্রভাবিত শিক্ষক সংগঠনের সদস্য সদস্যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যারফলে তৃণমূল কংগ্রেসের আরও শক্তি বৃদ্ধি হল বলে দাবি করলেন উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
অপরদিকে বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারী যোগদান করেছিলেন বিজেপিতে। এদিন তিনিও তাঁর ভূল বুঝতে পেরে ফিরে এলেন পুরোনো দল তৃণমূল কংগ্রেসে। বামপন্থী শিক্ষক ও বুদ্ধিজীবী হিসেবে পরিচিত রায়গঞ্জের উজ্জ্বল ভট্টাচার্য জানিয়েছেন জনগন যেদিকে, উন্নয়ন যেদিকে সেদিকে থেকেই মানুষের হয়ে কাজ করার জন্যই তৃনমূল কংগ্রেসে যোগদান।
আরও পড়ুন: বাংলা বনধের ডাক দিয়ে মাওবাদী পোস্টার জঙ্গলমহলে
এদিএ একটি আগ্নেয়স্ত্র ও একটি কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম ওয়াশিকুল শেখ (৩০) বাড়ি ফরাক্কা শিবনগর গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে শনিবার রাতে ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শঙ্করপুর মোড় থেকে একটি আগ্নেয়স্ত্র ও একটি কার্তুজ সহ তাকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। ধৃতকে রবিবার সকালে জঙ্গিপুর আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধিতে ১১৩ পার করল পেট্রল, জেনে নিন আজকের জ্বালানির দর
মুর্শিদাবাদের নবগ্রাম থানার বিলল গ্রাম বেলুরি যাওয়ার পথে অপর দিক থেকে আসা থেকে একটি ট্রাক্টর সজোরে ধাক্কা মারে বাপন মন্ডল নামে প্রায় 30 বছর বয়সী এক যুবক স্থানীয়দের ও পুলিশের তৎপরতায় তাকে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয় এখন পর্যন্ত কেউ গ্রেফতার করতে পারিনি নবগ্রাম থানার পুলিশ এই ঘটনায় বাপন মন্ডল এর নামে ওই ব্যক্তির বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।