Uncategorized
মানবিক চোর, জানালার কাঁচ ভাঙায় ২০০ ডলার ক্ষতিপূরণ রেখে গেল চোর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্যালিফোর্নিয়ার স্যান্টাতে গত কয়েকদিন আগে থেকেই তুষারপাত শুরু হয়েছে। ঠিক তার কয়েকদিন আগেই এক ব্যক্তি পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন। ফলে বাড়ি ফাঁকা ছিল। সেই সময় একজন চোর বাড়িতে ঢোকে এবং চুরি করে সকালে চলে যায়।
এরপর চুরির ঘটনা নিয়ে চাঞ্চল্য শুরু হয়। খবর যায় বাড়ির কর্তার কাছে। ফিরে এসে তিনি দেখেন, ঘরের সব কিছু ঠিকঠাক আছে। দামি আসবাব পত্র এবং মুল্যবান সবকিছু ঠিকঠাক আছে। কিছুই চুরি যায়নি। এরপর তিনি দেখতে পান টেবিলের ওপর একটি কাগজ এবং ২০০ ডলার রাখা আছে। ওই কাগজে লেখা আছে জানালার কাঁচ ভেঙে গিয়েছে, তার ক্ষতিপূরণ বাবদ ২০০ ডলার রেখে গেলেন।
এরপর পুলিশ ওই চোরকে আটক করলে জানা যায়, প্রচণ্ড তুষারপাতে ঠাণ্ডায় কাঁপছিলেন। রাত্রি যাপনের জন্য তিনি খুঁজতে খুঁজতে এই বাড়িতে এসে দেখেন বাড়িতে কেউ নেই। এরপর জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে খাওয়া-দাওয়া করেন এবং রাত্রে বিছানাতেই ঘুমান। জানালার কাঁচ ভেঙেছেন, সেই কারণে নিজের মধ্যে অপরাধ বোধ জেগে ওঠে। আর সেই কারণেই তিনি টাকা রেখে গিয়েছেন। তিনি কোনও জিনিস চুরি করেননি। রাত্রি যাপনের জন্য তিনি এই কাজ করেছিলেন। এরপর পুলিশ বাড়ির কর্তার সঙ্গে কথা বলে ওই চোরকে মুক্ত করার জন্য আইনের সাহায্য নেন। মানবিক এই চোরের নাম টেরাল ক্রিস্টেসন। বয়স চৌত্রিশ বছর।