দেশের খবর
নয়া নজির গড়ল IndiGo, হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য ১৫০ ঘণ্টায় মুম্বই পৌঁছল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যাত্রীদের পরিষেবা দেওয়া নিয়ে মাঝে মধ্যেই বিতর্কে থাকতে দেখা যায় IndiGo-কে। তবে এবার বিতর্ক নয়, মানব সেবায় বিমান সংস্থা IndiGo গড়ল নয়া নজির। মাত্র ১৫০ ঘণ্টার মধ্যে ভাদোদরা থেকে মুম্বইয়ের হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের জন্য হার্ট পৌঁছে দিল এই বিমান সংস্থা।
জানা গিয়েছে, ভাদোদরায় চিকিত্সকদের একটি দল অঙ্গ প্রতিস্থাপনের জন্য হৃৎপিণ্ড সংগ্রহ করেছিল, যা সফল প্রতিস্থাপনের জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইন্ডিগো এয়ারলাইনস তাঁদের একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে।
সূত্রের খবর, ইন্ডিগো বিমানবন্দর থেকে মুম্বই হাসপাতালে হৃৎপিণ্ড নিয়ে যাওয়ার জন্য যৌক্তিক সহায়তাও দিয়েছে। এর আগে গত ২০ মে ইন্ডিগো পুনে থেকে হায়দরাবাদ পর্যন্ত জীবিত অঙ্গ – এক জোড়া ফুসফুস পরিবহনে সহায়তা করেছিল।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী, অবস্থা স্থিতিশীল জানালেন কংগ্রেস মুখপাত্র
প্রসঙ্গত, গত মাসেই রাঁচি বিমানবন্দরে একজন বিমানকর্মী বিশেষভাবে-সক্ষম শিশুর সঙ্গে দুর্ব্যবহার করলে বিমান সংস্থা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ঘটনার তীব্র নিন্দা করা হয় বিভিন্ন মহল থেকে। যার ফলে বিমান চলাচল নিয়ন্ত্রক, ডিজিসিএ, সিভিল এভিয়েশন প্রয়োজনীয়তা বিধিতে সংশোধনের প্রস্তাব করেছে।