Uncategorized
মানুষের মুখ আর ছাগলের শরীর! নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে অদ্ভুত দর্শন ছাগল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গল্প নয়, এ এক সত্যি ঘটনা। যা বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু বিশ্বাস না করার কোনও জায়গায়ও নেই। সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার ছাগল জন্ম নিচ্ছে। কিন্তু তাদের খবর নিয়ে আমরা কেউই মাথা ঘামাই না।
কারণ ছাগল যেমন হওয়া উচিত তারা সেই সকল বৈশিষ্ট্য নিয়েই জন্মায়। কিন্তু কিছুদিন আগে এমন একটি ছাগলের জন্ম হয়েছে, তাকে ছাগল বলা উচিত না কি মানুষ বলা উচিত, তা নিয়ে দোটানায় পড়েছেন অনেকেই। বেশি দূরের ঘটনা নয়। আমাদের দেশেই ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনাটি। গুজরাতের সোনগধ তালুকের তাপি নদীর ধারে সেলটিপাদা গ্রাম থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে এক নতুন ধরণের প্রাণীর ছবি ও ভিডিও।
যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ছাগলের অন্যান্য বাচ্ছার মতোই তার চারটি পা ও দু’টো কান। কিন্তু মুখটা ঠিক মানুষের মতো! এই ছাগলের জন্ম হয়েছিল এক কৃষক পরিবারে। কৃষকের নাম অজয়ভাই ভাসাভার। মানবমুখী ছাগলটির কপাল, চোখ, মুখ এবং দাড়ির কিছু অংশ মানুষের মতো। ছিল না লেজ। এই অদ্ভুত দর্শন ছাগলটি বেঁচে ছিল মাত্র ১০ মিনিট। স্থানীয় বাসিন্দারা এই নবজাতক ছাগল শাবকটিকে কবর দেওয়ার আগে পুজোও করেছেন। তাদের কোথাও ধারণা হয়েছিল যে এই ছাগল শাবকটি পূর্বপুরুষের পুনর্জন্ম। দুঃখের বিষয় এই ছাগল শিশুটি খুবই কম আয়ু নিয়ে এসেছিল।