দিল্লিতে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার
Connect with us

দেশের খবর

দিল্লিতে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :  ফের ব্যাগ ভর্তি বিস্ফোরক উদ্ধার দিল্লিতে। বৃহস্পতিবার রাজধানীর পুরোনো সীমাপুরীতে একটি পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধার করেছে দিল্লি পুলিশ।

জানুয়ারি মাসেই পূর্ব দিল্লির গাজিপুর ফুল বাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে মিলেছিল আইইডি। সেই তদন্তে নেমে এবার ফের বিস্ফোরক উদ্ধার হল। জানা গিয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল বেশ কয়েকটি সন্দেহজনক ফোন কল নিয়ে তদন্ত করতে গিয়ে এই জায়গাটির সন্ধান পায়। এরপর তল্লাশি চালিয়ে ব্যাগটি খুঁজে পায় পুলিশ। তার মধ্যে আরডিএক্স ও অ্যামোনিয়াম নাইট্রেটে ভরা আইইডি ছিল।

বম্ব স্কোয়াড ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আইইডি নিষ্ক্রিয় করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে আইইডি মিলেছে সেটি কাসিম নামে এক ব্যক্তির। পেশায় তিনি একজন কন্ট্রাক্টর। তিনি জানিয়েছেন, সম্প্রতি তাঁর বাবা মারা গিয়েছেন। তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন। তিন-চারজন ব্যক্তি সেই বাড়িতে ভাড়া এসেছিল। কিন্তু তারা আচমকাই সেখান থেকে চলে যায়। এরা সকলেই কোনও নাশকতামূলক চক্রের সঙ্গে জড়িত ছিল বলে অনুমান পুলিশের।

Advertisement
Continue Reading
Advertisement