বাংলার খবর
বৃষ্টির হাত থেকে বাঁচতে গিয়ে বিপদ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ত্রিফলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মহিলার। মঙ্গলবার রাতের বৃষ্টিতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ওই মহিলা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হাওড়া পৌর নিগমের সদর দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই আচমকাই কালবৈশাখীর প্রভাবে ঝোড়ো হাওড়ার দাপট শুরু হয়। তার কিছুক্ষন পরেই মুষল ধারায় বৃষ্টি নামে। বৃষ্টি পড়ার কিছুক্ষণ বাদেই ত্রিফলা বাতি স্তভে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এই মহিলার।
আরও পড়ুন: ডিজে বাজিয়ে শেষযাত্রা উদযাপন
জানা গিয়েছে, মনীষা সাউ নামের ওই মহিলা বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি শেডের নিচে আশ্রয় নেন। সেখানে থাকা একটি ত্রিফলা বাতি স্তম্ভে হাত দিতেই তিনি বিদ্যুৎ পৃষ্ট হন। তড়িতাহত হতেই তিনি ছিটকে গিয়ে রাস্তায় জমে থাকা জলে পড়ে যান। ওই ভাবেই তিনি দীর্ঘক্ষণ জল জলের মধ্যেই পড়ে থাকেন। এরপর হাওড়া থানার পুলিশ ও সিইএসসির কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই বাতি স্তম্ভের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন: পথদুর্ঘটনা মৃত ৪ ব্যক্তি সহ ১৩ গবাদি পশু
জানা গিয়েছে, স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরে সিইএসসির কর্মীরা এসে ল্যাম্প পোস্টের পরীক্ষা করে বৈদ্যুতিক ত্রুটি সংশোধন করেন। তবে বর্ষার আগেই এই ধরনের ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে শহরবাসীর কপালে। আর কয়েকদিনের মধ্যেই বর্ষা শুরু হবে দক্ষিণ বঙ্গে।