বাংলার খবর
সরানো হল হাওড়া সিটি পুলিশ কমিশনারকে, বদল হাওড়া গ্রামীণ পুলিশ সুপার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা তিনদিন ধরে অশান্তির জের। হাওড়া পুলিশে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশ কমিশনার ও হাওড়া গ্রামীণ পুলিশ সুপারকে। সি সুধাকরের জায়গায় হাওড়া সিটি পুলিশের নতুন কমিশনার হলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি। সুধাকরেকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল। সরিয়ে দেওয়া হল হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হচ্ছেন স্বাতী ভাঙ্গারিয়া। কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের ডিসিপি করা হল সৌম্য রায়কে।
বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার হজরত মহম্মদকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল গোটা দেশ। তাঁর আঁচ এসেছে পড়েছে রাজ্যেও। বৃহস্পতিবার থেকেই হাওড়ার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ, আন্দোলন, অশান্তি। যার জেরে উত্তাল গোটা জেলা। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবরোধকারীদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ করেছিলেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার ১১ ঘণ্টা অবরোধ-আন্দোলন চলার পর শুক্রবার দুপুর থেকে হাওড়ার একাধিক জায়গায় শুরু হয় বিক্ষোভ অবরোধ। পথ অবরোধের পাশাপাশি চেঙ্গাইলে রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে ট্রেন অবরোধ করেন আন্দোলনকারীরা। ব্যাহত হয় রেল পরিষেবা। বাতিল করতে হয় একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেন। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন। চরম হয়রানির শিকার হন সাধারণ মানুষ। হায়দরাবাদ থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে ট্রেনে আটকে থাকায় মৃত্যু হয় এক ব্যক্তির।
উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির গ্রামীণ কার্যালয় ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়া হয়। পাঁচলাতে ভাঙচুর করা হয় তৃণমূলের পার্টি অফিস। ভাঙচুর করা হয় পুলিশের কিয়স্ক। আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। শুক্রবার থেকেই কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। হাওড়ার বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। উত্তেজনা প্রবণ এলাকাগুলিতে চলছে পুলিশের টহলদারি। নামানো হয়েছে RAF। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার টুইট করে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতি ও শুক্রবারের পর শনিবারও হাওড়ায় নতুন করে কয়েক জায়গায় শুরু হয়েছে অশান্তি। জানা গিয়েছে পাঁচলায় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জানা গিয়েছে, বিক্ষোভকারীদের হামলায় এক পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁর পায়ে চোট লেগেছে। এরপরই শনিবার বিকালে হাওড়া পুলিশে বড়সড় রদবদলের কথা ঘোষণা করা হয় নবান্ন থেকে।