বাংলার খবর
নববর্ষের দিনে ভক্তদের জন্য সুখবর, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল বেলুড়মঠ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা আবহে সরকারি অনুশাসন মেনে দীর্ঘ সময় বন্ধ ছিল বেলুড় মঠ। বিক্ষিপ্তভাবে কিছুদিনের জন্য খোলা হলেও তাতে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য ছিল একগুচ্ছ বিধি নিষেধ। গত ২৩ ফেব্রুয়ারি চতুর্থবারের জন্য মঠ খোলা হলেও ভক্ত এবং দর্শনার্থীদের গতিবিধি ছিল নিয়ন্ত্রিত। কেবলমাত্র মন্দির দর্শন এবং গুরু প্রণাম করেই তাদের বেরিয়ে আসতে হতো। আরতি দেখা বা গঙ্গার ধারে বসার কোনও অনুমতি ছিল না। ভোগ বিতরণ ও ছিল বন্ধ।
তবে বাংলা নববর্ষের প্রথম দিনটিতে ভক্ত এবং দর্শকদের জন্য সুখবর। এই দিনটি থেকেই সমস্ত রকম বিধি নিষেধ ছাড়াই খুলে গেল বেলুড় মঠ। মঠ সূত্রে জানা গিয়েছে, করোনা পূর্ববর্তী সময়ে মঠ যে সময় খোলা থাকতো তেমনই থাকবে। ভক্তদের প্রবেশ অবাধ।। মন্দির দর্শন, গুরু প্রণাম, আরতি দর্শন করতে পারবেন তারা। করা হবে ভোগ বিতরণও। এককথায় নববর্ষের প্রথম দিন ভক্ত এবং দর্শকদের জন্য উপহার নিয়ে এলো বেলুড় মঠ
আরও পড়ুন:শুভ নববর্ষ ১৪২৯: টুইট বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতা, ধনখড়ের
অন্যদিকে, করোনা অতিমারির আবহ কাটিয়ে দীর্ঘ দু’বছর পর স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। জীবনের ছন্দ স্বাভাবিক হতেই নতুন বছর ১৪২৯-কে স্বাগত জানাতে নববর্ষের সকাল থেকেই উৎসবমুখর আমজনতা।
আরও পড়ুন: মাছ কেনার টোপ দিয়ে প্রতারণার চেষ্টা, বরাতজোরে বাঁচলেন ব্যবসায়ী
উৎসবপ্রেমী মানুষের আজকের এই আনন্দের রেশ আরও বাড়িয়ে তুলতে শুক্রবার সকালে টুইট বার্তায় দেশবাসীকে বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে টুইট করে নতুন বছর ভালো কাটানোর বার্তা দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee। একই সঙ্গে টুইট করে সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল Jagdeep Dhankhar।