বৃশ্চিক রাশি (Scorpio) আজকের দিন কেমন যাবে ? ২৪ জানুয়ারি, ২০২৩
Connect with us

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি (Scorpio) আজকের দিন কেমন যাবে ? ২৪ জানুয়ারি, ২০২৩

বৃশ্চিক রাশি (Scorpio) : সকালে পুরনো বন্ধুর সাথে দেখা হতে পাবেন। বিবাদ মামলা নিয়ে কোর্ট পর্যন্ত যেতে হতে পারে। পরিবারের শান্তি অক্ষুণ্ণ থাকবে।

বৃশ্চিক রাশির আজকের রাশিফল
Rate this post

বৃশ্চিক রাশি (Scorpio) : সকালে পুরনো বন্ধুর সাথে দেখা হতে পাবেন। বিবাদ মামলা নিয়ে কোর্ট পর্যন্ত যেতে হতে পারে। পরিবারের শান্তি অক্ষুণ্ণ থাকবে। মা এর সাথে দূরে কোথাও ভ্রমণের যোগ রয়েছে। বিবাহের যোগ রয়েছে। স্ত্রী ও সন্তানের শারীরিক অবস্থার অবনতি দেখা দেবে। 

অর্থ, লাভ, পেশা : কৃষকেরা এই মরশুমে ভালো আয়ের দিশা পাবেন। বেসরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সংবাদ আসতে পারে। ব্যাবসায় সামান্য দেনা বাড়বে। গাড়ি চালক ও নৌকায় মাছ ধরা জেলেদের ব্যাপক আয়ের সম্ভাবনা রয়েছে।

প্রেম ও বন্ধুত্ব : আগেই বলা আছে, বিবাহের যোগ রয়েছে এই রাশির জাতক জাতিকা দের তাই পরিবারের মত নিয়ে বিবাহে মত দিয়ে ফেলুন । ভালো করে সম্পর্কে নজর রাখুন তৃতীয় ব্যাক্তির প্রবেশের সম্ভাবনা আছে। 

Advertisement

শুভ সংখ্যা : বৃশ্চিক রাশি (Scorpio)   শুভ সংখ্যা ২,৪,৯ ।

শুভ রং : বৃশ্চিক রাশি (Scorpio)   শুভ রং লাল ও নীল । 

শুভ দিক : বৃশ্চিক রাশি (Scorpio)  শুভ দিক উত্তর ও দক্ষিণ । 

Advertisement

জ্যোতিষ কথা : বালক সেবা করান এবং শিবলিঙ্গে জল ঢেলে পূজা  দিন

বৃশ্চিক রাশির আজকের রাশিফল কি ভাবে জানবো ?

আপনার রাশি কি ? বৃশ্চিক রাশি (Scorpio) যদি আপনার রাশি বৃশ্চিক হয় তাহলে আপনি প্রতিদিন আপনার রাশিফল আমাদের রাশিফল পেজে দেখতে পাবেন। BengalXpress.in/astrology

আজকের দিন বৃশ্চিক রাশির কেমন কাটবে ?

আপনার রাশির ভাগ্যে কি রয়েছে, বা আপনার সারাদিন কেমন কাটবে এই বিষয়ে জানতে হলে বেঙ্গল এক্সপ্রেস এর রাশিফল পাতায় যান বা লিঙ্কে ক্লিক করুন