Sagittarius Sign : ধনু রাশি আজকের দিন কেমন যাবে ? ২৫ জানুয়ারি, ২০২৩
Connect with us

ধনু রাশি

ধনু রাশি আজকের দিন কেমন যাবে ? ২৫ জানুয়ারি, ২০২৩

ধ্যাত্মিক কাজের যোগদান ও তাতে শান্তি লাভ করতে পারেন। সংগীত শিল্পীদের আয় বৃদ্ধি পাবে

ধনু রাশির আজকের রাশিফল
Rate this post

ধনু রাশি: গুরুজনদের সঙ্গে তর্কে যাবেন না। পারিবারিক ঝামেলায় গুরুত্ব দিবেন না। অতিরিক্ত উদাসীনতায় কাজের ক্ষেত্রে অসুবিধা দেখা যেতে পারে। আধ্যাত্মিক কাজের যোগদান ও তাতে শান্তি লাভ করতে পারেন। সংগীত শিল্পীদের আয় বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে পাড়া ও প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। বাচ্চার দুরন্ত বানায় দুশ্চিন্তা বাড়তে পারে। পরিবারের কারো সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে।

সম্পর্ক: ধনু রাশি সম্পর্ক বাইরের সম্পর্ক ভাঙতে পারে। প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে ফাটল ধরতে পারে। বন্ধুত্ব ভেঙে যেতে পারে। স্ত্রী বা স্বামীর সঙ্গে ঝামেলা হতে পারে। মা ও বাবার সঙ্গে ঝামেলা হতে পারে। পরিবারের গুরুজনদের সঙ্গে তর্কে যাবেন না, এতে আপনার সঙ্গে তাদের মনোমালিন্য ঘটতে পারে।

পেশা: ধনু রাশি পেশার ক্ষেত্রে ব্যবসায়ীদের পরিশ্রম বাড়বে তবে পরিশ্রম মত ফল পাবেন না। আয় বাড়বে তবে অতিরিক্ত ব্যয় আপনাকে সমস্যায় ফেলতে পারে।

Advertisement
শুভ রং: ধনু রাশির শুভ রং হলো হলুদ।
শুভ দিক: ধনু রাশির শুভ দিক হলো উত্তর ও পূর্ব।
শুভ সংখ্যা:
ধনু রাশির শুভ সংখ্যা ৩৯ ও ৫৪।
শুভ রত্ন:
ধনু রাশির শুভ রত্ন হলো পোখরাজ।

ধনু রাশির আজকের রাশিফল কি ভাবে জানবো ?

আপনার রাশি কি ? ধনু রাশি (Sagittarius) যদি আপনার রাশি ধনু রাশি হয় তাহলে আপনি প্রতিদিন আপনার রাশিফল আমাদের রাশিফল পেজে দেখতে পাবেন। BengalXpress.in/astrology

আজকের দিন ধনু রাশির কেমন কাটবে ?

আপনার রাশির ভাগ্যে কি রয়েছে, বা আপনার সারাদিন কেমন কাটবে এই বিষয়ে জানতে হলে বেঙ্গল এক্সপ্রেস এর রাশিফল পাতায় যান বা লিঙ্কে ক্লিক করুন