তুলা রাশি
তুলা রাশি আজকের দিন কেমন যাবে ? ২৫ জানুয়ারি, ২০২৩
অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে, মামলা মোকদ্দমাও হতে পারে। কোথাও ঘুরতে যাওয়ার আলোচনা হলে তা ভেস্তে যেতে পারে।

তুলা রাশি: আপনার বুদ্ধির ভুলে অনেক বড় কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে, মামলা মোকদ্দমাও হতে পারে। কোথাও ঘুরতে যাওয়ার আলোচনা হলে তা ভেস্তে যেতে পারে। কোন তৃতীয় ব্যক্তির কারণে প্রেমে ভাঙ্গন ধরতে পারে। প্রিয় বন্ধুর কাছ থেকে আঘাত পেতে পারেন।
পেশা: তুলা রাশি পেশার ক্ষেত্রে অনেক ঝামেলার সম্মুখীন হতে পারে। সহ কর্মীর সঙ্গে মনমালিন্য হতে পারে। অল্প সময় কারো ওপর ভরসা করবেন না। ব্যবসার কাজে নতুন কর্মী নিয়োগ করবেন না, এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সম্পর্ক: তুলা রাশি স্বামী-স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। তৃতীয় ব্যক্তির কারণে প্রেমিক বা প্রেমিকার সম্পর্কে ভাঙ্গন ধরতে পারে। তবে আপনার ধৈর্য ও সহনশীলতার কারণে সম্পর্ক মধুর হতে পারে।
শুভ রং: | তুলা রাশি প্রিয় রং হল সাদা। |
শুভ দিক: | তুলা রাশির শুভ দিক হল দক্ষিণ ও ঈশান। |
শুভ রত্ন: | তুলা রাশি শুভ রত্ন হলো হীরে। |
শুভ সংখ্যা: | তুলা রাশির শুভ সংখ্যা হল ৪১ ও ৪৬ |
তুলা রাশির আজকের রাশিফল কি ভাবে জানবো ?
আজকের দিন তুলা রাশির কেমন কাটবে ?