বাংলার খবর
ভরদুপুরে বাড়িতে বৌমাকে একা পেয়ে যা করলেন কাকা শ্বশুর, ছিঃ ছিঃ করছেন প্রতিবেশীরা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় অভিযোগ উঠেছে আক্রান্ত গৃহবধূরই মদ্যপ কাকা শ্বশুরের বিরুদ্ধে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার তালশুর গ্রামে। জানা গিয়েছে, সোমবার দুপুরের দিকে তালশুর গ্রামের বাসিন্দা স্মৃতি যাদব নামের ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। তার বাড়ির পাশেই কাকা শ্বশুর উত্তম যাদবের বাড়ি। পেশায় তিনি মদ বিক্রেতা। বাড়ি থেকেই তিনি বেআইনি ভাবে দেশি মদ বিক্রি করেন বলে অভিযোগ।
আরও পড়ুন: অপারেশনে প্রয়োজন একাধিক টাকা, আর্থিক সাহায্যের আর্জি সৌভাগ্যর
অভিযোগ, এদিন ভরদুপুরে বৌমা স্মৃতি যাদবকে একা পেয়ে বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়ে অভিযুক্ত কাকা শ্বশুর। তাঁর উপর শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ। সে সময় বাড়িতে ছিলেন না স্মৃতি যাদবের স্বামী গনেশ যাদব। খবর পেয়ে তিনি ছুটে আসলে তাঁর উপরও অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে অভিযুক্ত কাকা শ্বশুর উত্তম যাদব এবং তার পরিবারের লোকেরা।
আরও পড়ুন: প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার ঘিরে ফের বিতর্ক
আরও অভিযোগ, ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন গণেশ যাদব। এরপরই অভিযুক্ত কাকা শ্বশুর উত্তম যাদবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন গণেশ যাদব এবং স্মৃতি যাদব। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযুক্ত কাকা শ্বশুর উত্তম যাদব ও তার পরিবার পলাতক। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।