বাংলার খবর
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য মুর্শিদাবাদে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার দেবিদাসপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পলি মন্ডল। বাবার বাড়ি মালদা জেলার দেওনাপুর গ্রামে। বেশ কয়েক বছর আগে ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েতের দেবিদাসপুর গ্রামের উৎপল মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই তারা স্বামীর সঙ্গে বনাবনি ভালো ছিলো না। স্বামী কাজের সূত্রে ভিন রাজ্য থাকে। এদিন সকালে গ্রামের লোকজন পলিকে দেখতে না পেয়ে দরজা খুলে দেখে সে বিছানায় অচৈতন্য অবস্থায় পরে আছে। খবর দেওয়া হয় ফরাক্কা থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ ও আইসি দেবব্রত চক্রবর্তী। পুলিশ তাকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন: রেগুলেটেড মার্কেটিং অথরিটির গেরোয় আটকে কাজু ভর্তি লরি, সমস্যায় ব্যবসায়ীরা
অন্যদিকে, মাটি মাফিয়াদের দৌরাত্ম ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনায় গ্রেফতার দশজন।
সোমবার চন্ডীতলা থানার পুলিশের কাছে খবর আসে, কুমিরমোরা পঞ্চায়েতের গোকুলপুরে চাষের জমি থেকে বেআইনি ভাবে মাটি কাটা হচ্ছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছায় সেখানে। ভগবতীপুর উত্তরপাড়া রোডের কুমিরমোরা লোহারপুলের কাছে চারটি মাটি বোঝাই ডাম্পার আটক করে পুলিশ। তাদের কাছে কোনও বৈধ কাগজ ছিল না বলে দাবি পুলিশের।
আরও পড়ুন: শুরু হচ্ছে CPIM-এর রাজ্য সম্মেলন, রয়েছে ব্যাপক রদবদলের সম্ভাবনা
এদিকে ডাম্পার আটকাতেই চন্ডীতলা থানার পুলিশের উপর চড়াও হয় মাটি কাটার সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা। মাটি বোঝাই ডাম্পার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে পুলিশকে মারধোর করে। ঘটনায় তিনজন সাব ইন্সপেক্টর সহ ছয় জন আহত হন। তাদের স্থানীয় চন্ডীতলা হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপর গোকুলপুর থেকে পুলিশ শেখ শামসুদ্দিনকে আটক করে বাকিরা পালিয়ে যায়। ঘটনায় মূল অভিযুক্ত শামসুদ্দিনকে চন্ডীতলা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর বাকি ১০ জনকে রাতে গ্রেফতার করে পুলিশ।এদিন তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।