বাংলার খবর
মনোনয়নপত্র জমা ঘিরে উত্তপ্ত দিনহাটা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পৌরসভা নির্বাচনের দিন এগিয়ে আসতেই বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। একে অপরের দিকে হামলার অভিযোগ করেছেন। গত কয়েক মাস আগে বিধানসভা উপনির্বাচনে দিনহাটা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।
আবার সেই দিনহাটা উত্তপ্ত হয়ে উঠল। মনোনয়ন জমা দিয়ে বের হওয়ার সময় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। বিধায়ককে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়ার অভিযোগও উঠেছে। শুধু তাই নয়, মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় রাস্তায় বিজেপি প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলেছে বিজেপি। তৃণমূল এভাবে সন্ত্রাসের আবহে ভোট করাতে চায় বলে দাবি করেছেন মিহিরবাবু।
অপরদিকে, তৃণমূল কর্মী মনোজ দে’র অভিযোগ, এদিন কেন্দ্রীয় বাহিনী তাঁদের দুই কর্মী বাবু কর্মকার ও মুকুল রায়কে বেধড়ক মারধর করেছে। এর মাশুল বিজেপিকে দিতে হবে বলে তিনি দাবি করেন। এদিন পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছোয় অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ ও আইসি সুরোজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।