ভাইরাল
চেন্নাইয়ে ডেটিং অ্যাপে আলাপের পর ভয়াবহ লুট, সর্বস্ব খোয়ালেন যুবক

ডেটিং অ্যাপের মাধ্যমে নতুন পরিচিতি—আর তার ফল এক ভয়াবহ লুট। চেন্নাইয়ের এমকেবি নগরে এমনই এক ঘটনায় বিপাকে পড়েছেন এক ২৪ বছরের যুবক। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ওই যুবক। বাবা-মা বাইরে ছিলেন। সেই সুযোগেই সমলিঙ্গের এক ব্যক্তিকে ডেটিং অ্যাপে আলাপ করে বাড়িতে আমন্ত্রণ জানান তিনি।
তবে যা ভাবেননি, সেটাই ঘটে যায়। যুবকের দাবি, নির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে একটি অটোতে করে তিনজন—একজন মহিলা ও দু’জন পুরুষ—তাঁর বাড়িতে হাজির হন। নিজেদের ডেটিং অ্যাপের সঙ্গী পরিচয় দিয়ে বাড়ির ভিতরে প্রবেশও করেন তাঁরা। এরপর আচমকাই তাঁদের আচরণ বদলে যায়।
ওই তিনজন যুবককে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। তারপর বাড়ি তন্ন তন্ন করে খুঁজে মজুত থাকা ২৫০ গ্রাম সোনার গয়না, ৪ কেজি রূপোর গয়না এবং মূল্যবান অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয়। পালানোর জন্য তাঁরা সেই অটোই ব্যবহার করেন, যেটিতে এসেছিলেন।
অর্ধ ঘণ্টা পর কোনওভাবে নিজেকে মুক্ত করে পুলিশে খবর দেন যুবক। পুলিশ এসে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তবে ঘটনার বর্ণনা নিয়ে একাধিকবার জেরা করায় যুবকের বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করছেন তদন্তকারীরা। আগের বয়ানের সঙ্গে পরবর্তী বিবৃতিতে মিল না থাকায় পুলিশের সন্দেহ—এই চুরির ঘটনা পুরোপুরি সত্যি নাও হতে পারে। বিষয়টি খুঁটিয়ে খতিয়ে দেখা হচ্ছে।