বাংলার খবর
প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার ঘিরে ফের বিতর্ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্যারিয়াগে ৭৫ মাইক্রন ছাপ লাগানো, অথচ সেই ব্যাগ আদতে পঞ্চাশ মাইক্রনের কম! প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযানে উঠে এমনই চাঞ্চল্যকর তথ্য ধরা পড়ল চুঁচুড়ায়। মঙ্গলবার সকালে চুঁচুড়ার বিভিন্ন বাজারে পৌরসভার পক্ষ থেকে অভিযান চালানো হয়। অন্যদিকে, প্লাস্টিক ক্যারিব্যাগ তৈরির কারখানা বন্ধ করল শ্রীরামপুর পৌরসভা। অভিযোগ ওই কারখানাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারিব্যাগ তৈরি হয়। যার জেরে এই পদক্ষেপ।
সিঙ্গল ইউজ প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে পয়লা জুলাই থেকে। গত একমাস ধরে চলেছে লাগাতার প্রচার। এরপরও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে প্লাস্টিকের ব্যবহার চলছে। শুধু দোকান বাজার নয় এবার প্লাস্টিক ক্যারিব্যাগ কারখানাতে হানা দিল শ্রীরামপুর পৌরসভা। শ্রীরামপুর থানার পুলিশকে নিয়ে শ্রীরামপুর পৌরসভা প্লাস্টিক তৈরির কারখানায় হানা দেয়। অভিযোগ ওই কারখানাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারিব্যাগ তৈরি হয়। শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, শ্রীরামপুর শহরকে প্লাস্টিক মুক্ত রাখতে গত এক মাস ধরে লাগাতার প্রচার চালানো হয়েছে। আজ খবর পাওয়ার পরই অভিযান চালান হয়। ওই কারখানায় গিয়ে দেখা গিয়েছে কারখানার কোনো বৈধ কাগজ নেই। ট্রেড লাইসেন্স থাকলেও তার মেয়াদ ফুরিয়ে গেছে। তাই এখন কারখানা বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি এদিন পৌরসভার পক্ষ থেকে শহরবাসীকে চটের ব্যাগ বিলি করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার সকাল থেকেই চুঁচুড়ার বিভিন্ন বাজারে পৌরসভার পক্ষ থেকে অভিযান চালান হয়। সিঙ্গল ইউজ ক্যারি ব্যাগ বন্ধ হওয়ায় চকবাজারে অনেক ব্যবসায়ী ৭৫ মাইক্রন ছাপ মারা পলিথিন ক্যারি ব্যাগ ব্যবহার করছেন। পুরসভার স্বাস্থ্য দপ্তর মাইক্রন পরিমাপের মেশিন দিয়ে সেই ক্যারিব্যাগ পরীক্ষা করে দেখা গিয়েছে ক্যারিব্যাগ গুলো ৭৫ মাইক্রোনের অনেক কম। যেখানে সরকারি নির্দেশে বলা হয়েছে, ৭৫ মাইক্রোনের কম এর কোনো ব্যাগ ব্যবহার করা যাবে না। সেখানে সরকারের চোখকে ফাঁকি দিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার। আর খুচরো ব্যবসায়ীরা সেই ব্যাগ কিনে আনছেন না জেনেই। এদিন চেয়ারম্যানের কথায়, নির্দেশ অমান্য করে যাঁরা সিঙ্গল ইউজ পলিথিন ক্যারি ব্যাগ ব্যবহার করছে তাদেরকে জরিমানা করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।