বাংলার খবর
সমকামী প্রেমের পথে বাধা পরিবার, প্রেমিকাকে কাছে পেতে নাছোড় যুবতী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে সমকামী বিবাহ এখনও সেই ভাবে স্বীকৃতি না পেলেও বেশ কিছুদিন আগেই সমস্ত হিন্দু রীতি মেনেই সাত পাকে বাঁধা পড়েছেন দুই যুবক। শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল সেই বিয়ের অনুষ্ঠান। শহরের অন্যতম নামি ফ্যাশন ডিজাইনার হলেন অভিষেক রায়। তাঁর সঙ্গে বিয়ে হয় গুরুগ্রামের বাসিন্দা চৈতন্যের। পেশায় ডিজিটাল মার্কেটিঙের সঙ্গে যুক্ত।
এদিকে সারা দেশে যখন সমকামী সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া হচ্ছে তখন সেই প্রেমকে মানতে নারাজ পরিবার। তাঁদের ছাড়াছাড়ি করল পরিবার। কোর্ট আগেই রায় দিয়েছে সমকামিতাকে। কিন্তু সেই কথা মানতে চাই না কেউই। এর বিরুদ্ধে প্রতিবাদ দুই যুবতীর।
আরও পড়ুন: প্রথম সমকামী বিয়ের সাক্ষী রইল কলকাতা, প্রেমিককে বিয়ে করলেন ফ্যাশন ডিজাইনার
জানা গিয়েছে, কয়েক বছর আগেই ধনিয়াখালী ও বলাগর ব্লকের দুই যুবতী ঝুম্পা ও সাথীর বিয়ে হয়। একজনের আবার একটি সন্তানও আছে। কিন্তু নিজেদের অমতে এই বিয়ে হওয়ায় মেনে নিতে পারেনি তাদের স্বামীরা। সামাজিক মাধ্যমে পরিচয় হয় সাঠিথান পঞ্চায়েতের নাগবোল গ্রামে ঝুম্পা ঢালী ও বলাগরের গুপ্তিপাড়ার যুবতী সাথী বাগের ।
আরও জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁদের ভালোবাসা শুরু হয়। গত এক মাস আগে ব্যারাকপুরে পালিয়ে গিয়ে তাঁরা বিয়ে করে। ব্যারাকপুরে থাকাকালীন সোশ্যাল মিডিয়াতেও ছবি পোস্ট করত ঐ দুই যুবতী।
আরও পড়ুন: সমকামী সন্দেহে এক যুবতীকে ইলেকট্রিকের খুঁটিতে বেঁধে মারধর! নিন্দার ঝড় সর্বত্র
এদিকে দুই যবতীর এই সমকামী প্রেমের কথা দু’জনের পরিবারের লোকেরা জানতে পেরে তাঁদের আলাদা করে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু দুজনেই চাই তাঁরা একসঙ্গে থাকতে। কিন্তু এই দুই সমকামী যুবতীর সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে দু’জনের পরিবার। সামাজিক ভাবে এই সম্পর্ক কেউ মানতে নারাজ। সেই কারণে নিজের ভালোবাসার মানুষকে কাছে পেতে ক্ষোভও উগরে দিয়েছেন ঝুম্পা।