বাংলার খবর
জমিতে বেড়া দেওয়া নিয়ে পারিবারিক বিবাদ, পরিণতি ভয়ঙ্কর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেড়া দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে রক্তারক্তি কাণ্ড ব্যান্ডেলে! আহত ৫ জন।
জানা গিয়েছে, হুগলী জেলার চুঁচুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ব্যান্ডেল কুমোরপাড়া এলাকায় দুই জ্ঞাতি পরিবারের মধ্যে সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। দু পক্ষই একে অপরের উপর দা কাটারি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, জায়গা নিয়ে আদালতে মামলা চলছে।
ঘটনায় আহত গোবিন্দ লালা জানান, শরীকি জমিতে তাঁরা বসবাস করেন। বাড়িতে কুকুর ঢুকে যায় বলে নেটের বেড়া দিতে গেলে কাকি এসে বাধা দেন। নেট খুলে দিতে থাকেন তিনি।বারণ করলে মারধোর শুরু করে বলে অভিযোগ। তারপরেই সংঘর্ষ বেধে যায়।
আরও পড়ুন: নাবালিকা ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
এদিকে এই ঘটনায় চুঁচুড়া থানায় দু পক্ষই অভিযোগ দায়ের করেছেন। নিতাই লালার মেয়ে সুমিতা সরকার বলেন, ”ওদের কোনও জায়গা নেই। আমরা টোটো রেখেছিলাম সেটা রাখতে দেয়নি। মেজো জেঠুর ছেলে গোবিন্দ লালা মেরেছে কাটারি দিয়ে”।
আরও পড়ুন: মেয়ে কাঁদছিল, তাই ৯ মাসের সন্তানকে গলা টিপে খুন করলেন মা!
ঘটনায় ওই ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সরস্বতী পাল বলেন, ”পারিবারিক বিবাদে এই ঘটনা হয়েছে। পারিবারিক অশান্তি হতে পারে তা বলে এই ভাবে কাটারি দিয়ে আক্রমণ করা উচিত হয়নি। যে কেউ খুন হয়ে যেতে পারত ।পুলিশকে বলব বিষয়টি দেখতে। আহতরা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসা করান”।