বাংলার খবর
হুগলি বার অ্যাসোসিয়েশন ভবনের ভগ্নদশা, ছাদ খসে অল্পের জন্য রক্ষা পেলেন আইনজীবীরা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চুঁচুড়া আদালতের আইনজীবীরা হুগলি বারে বসেই তাঁদের কাজকর্ম সারেন বহুদিন ধরেই। মক্কেলদের সঙ্গে কথা বলেন। মামলার খুঁটিনাটি নিয়ে বারের সিনিয়র সদস্যদের সঙ্গে আলোচনার পাশাপাশি চলে আইনের বই পড়া অথবা কম্পিউটারে তথ্য মিলিয়ে নেওয়া।
চুঁচুড়া ঘড়ির মোরে শতাব্দী প্রাচীন সেই বারেই ঘটে গেল দুর্ঘটনা। তখন কয়েকজন আইনজীবী তাঁদের কাজে ব্যস্ত ছিলেন।সেই সময় হঠাৎ ভেঙে পড়তে থাকে ছাদের চাঙর। ডাচেদের তৈরি প্রাচীন এই ভবনের পেটাই ছাদ থেকে করি বরগা খুলে ঝুলতে থাকে। ইট খসে পড়ে চেয়ার টেবিল, আলমারির মাথায়। শব্দ হতেই সাবধান হয়ে তফাতে সরে যান আইনজীবীরা।করোনার বিধি-নিষেধের জন্য আদালতের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে। তাই আগের তুলনায় লোক কম থাকায় বড় বিপদ হয়নি। বড় থান ইট মাথায় পড়লে বিপদ ঘটতে পারত বলছেন আইনজীবীরা। এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন বারের সদস্যরা।
হুগলি বার অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণ শঙ্কর বোলেল বারের অন্যান্য সদস্য আইনজীবীদের নিয়ে হুগলি জেলা জজের কাছে গিয়ে বার সংস্কারের আবেদন জানান। মঙ্গলবারের ঘটনার কথাও জানান। জেলা জজ পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারকে ডেকে সংস্কার করার নির্দেশ দেন। হাইকোর্ট থেকে টাকা বরাদ্দ হলেই কাজ হয়ে হবে বলে জানায় পূর্ত দফতর।হুগলি বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।বহুদিন ধরেই ভগ্নদশায় রয়েছে ভবনটি। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। মঙ্গলবার ছাদের চাঙর খসেছে। এরপর কোনদিন হয়তো ছাদটাই ভেঙে পড়বে।