খেলা-ধূলা
বিশেষ সম্মান পেলেন হকি তারকা শ্রীজেশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েক বছরে দেশের খেলাধূলায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। অলিম্পিক্সে পদক সংখ্যা বেড়েছে। বহু দিন পর গত টোকিও অলিম্পিক্সে পদক জিতেছে ভারতীয় পুরুষ হকি দল। দেশের খেলাধূলার সাফল্যের কথা মাথায় রেখে খেলোয়াড়দের যথেষ্ট সম্মান দেওয়া শুরু হয়েছে।
এবার ঐতিহ্যপূর্ণ ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় হকি দলের বর্ষীয়ান গোলরক্ষক পিআর শ্রীজেশ। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। ২০২১ সালে দুরন্ত পারফরমেন্সের জন্যে এই পুরস্কারে ভূষিত হলেন শ্রীজেশ।
এর আগে ২০২০ সালে ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কার পাওয়ার পর সমগ্র ভারতীয় হকিপ্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন শ্রীজেশ। তাঁর কথায়, ‘এটি ভারতীয় হকির জন্যও একটি বড় মুহূর্ত। কারণ, বিশ্বের সমস্ত হকি ফেডারেশন আমাকে ভোট দিয়েছে। বিশ্বের সমগ্র হকি পরিবারের কাছ থেকে সমর্থন পাওয়াটা বেশি খুশির।’