ঐতিহাসিক এবং নজিরবিহীন! রাত দু'টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল
Connect with us

বাংলার খবর

ঐতিহাসিক এবং নজিরবিহীন! রাত দু’টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাত দু’টোর সময় রাজ্য বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকর। যা নজিরবিহীন ঘটনা। আগামী ৭ মার্চ রাত দু’টোয় বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হবে বলে বৃহস্পতিবার ট্যুইট করে জানিয়েছেন তিনি। যদিও রাজ্যপালের দাবি, মন্ত্রিসভার সুপারিশ মেনেই ওই সময় অধিবেশন ডেকেছেন তিনি।বিধানসভার অধিবেশন নিয়ে আলোচনা করতে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে বৃহস্পতিবার তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু এদিন তিনি সেখানে যাননি।

এর পরেই রাজ্যপাল টুইট করে বলেন, ‘মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ মার্চ রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকা হল। ওই সময়ে বিধানসভার অধিবেশন শুধু ব্যতিক্রমী নয়, ঐতিহাসিক। কিন্তু এটাই সরকারের সিদ্ধান্ত।’ পরে আরও একটি টুইট করে মধ্যরাতে অধিবেশন ডাকার ব্যাখ্যা দেন রাজ্যপাল। সেই টুইটে রাজ্যপাল লেখেন, ‘মধ্যরাতের অধিবেশনের সময়ের সময় নির্ধারণের অস্বাভাবিকতা লক্ষ করেই মুখ্যসচিবকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছিল। মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করতে না পারায় মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের মতে, এরাজ্যের ইতিহাসে সন্ধ্যার পর অধিবেশন বসার নজির থাকলেও মধ্যরাতে অধিবেশন বসার কোনও নজির নেই। নবান্ন সূত্রে খবর, ওই ভুল সম্পর্কে অবহিত করতে এদিন বিকেলে রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন, টাইপের ভুলেই দুপুর ২টোর (2 PM) এর বদলে রাত ২টো (2 AM) হয়ে গিয়েছিল প্রস্তাবে। ২৮ তারিখ মন্ত্রিসভার পরবর্তী বৈঠক ডেকে ওই ভুল শুধরে নেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এপ্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার মনে হয় এটা টাইপের ভুল। ওঁর সংশয় থাকলে মন্ত্রিসভার কারও সঙ্গে কথা বলতে পারতেন। মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার মুখ। ফলে তিনি যখন ফাইল পাঠিয়েছিলেন তখন কেন গ্রহণ করলেন না, জানি না।’ তিনি আরও বলেন, ‘যদি নতুন সমন আমার কাছে না আসে তাহলে আমাকে রাতেই অধিবেশন ডাকতে হবে।’

Advertisement