WBJEE Result 2022: রাজ্য জয়েন্টে প্রথম ব্যারাকপুরের হিমাংশু শেখর
Connect with us

বাংলার খবর

WBJEE Result 2022: রাজ্য জয়েন্টে প্রথম ব্যারাকপুরের হিমাংশু শেখর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। পরীক্ষার ৪৮ দিনের মাথায় প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল। রাজ্য জয়েন্টে এবার প্রথম স্থান অধিকার করল ব্যারাকপুরের হিমাংশু শেখর। ফলাফলের ভিত্তিতে এগিয়ে উত্তর ২৪ পরগণা। ভালো ফল করেছে কলকাতাও। 

এই পরীক্ষা হয়েছিল গত ৩০ এপ্রিল। পরীক্ষা নেওয়ার ৪৮ দিনের মধ্যে ফল প্রকাশ করছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। JEE ফলের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার-এর স্নাতকস্তরের কোর্সে। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করে বোর্ড। বিকেল ৪’টের পরে ডাউনলোড করা যাবে www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে। এদিনই ভর্তির কাউন্সেলিং নিয়েও নির্ঘণ্ট ঘোষণা করা হবে।

৮০ হাজারেরও বেশি পড়ুয়া এবার জয়েন্ট এন্ট্রাসে পাশ করেছে। জেলার নিরিখে এবারে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উচ্চ মাধ্যমিক সংসদের পড়ুয়াদের মধ্যে ৪১ হাজারেরও বেশি পড়ুয়া পাশ করেছেন। চলতি বছর পাসের হার ৯৮.৫ শতাংশ।

Advertisement

আরও পড়ুন: বাজারে মরশুমের প্রথম ইলিশ, পাতে পড়ার অপেক্ষায় ভোজন রসিকদের

এবারের রাজ্য জয়েন্টে প্রথম হয়েছে হিমাংশু শেখর ও দ্বিতীয় যে হয়েছেন, তাঁর নামও হিমাংশু শেখর। শিলিগুড়ির বাসিন্দা দ্বিতীয় হিমাংশু শেখর। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন জাহ্নবী সাউ। তিনি পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ হয়েছেন। জাহ্নবী সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী।

আরও পড়ুন: WBJEE Result 2022: রাজ্য জয়েন্টে প্রথম ব্যারাকপুরের হিমাংশু শেখর

Advertisement

রাজ্য জয়েন্টে পঞ্চম কোচবিহারের কৌস্তভ চৌধুরি। জয়েন্টে ষষ্ঠ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুলের সৌম্যপ্রভ দে। জামশেদপুরের ডিবিএমএস কদমা হাইস্কুলের দেবরাজ কর্মকার সপ্তম হয়েছেন। সে সিবিএসই বোর্ডের পড়ুয়া। জয়েন্টে সাউথ পয়েন্ট স্কুলের অগ্নিভ্র দে অষ্টম হয়েছেন। সেও সিবিএসই বোর্ডের পড়ুয়া। জয়েন্টে নবম অয়ন অধিকারী ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র। জয়েন্টে দশম হয়েছে ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় ।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.