ভয়াবহ বাস দুর্ঘটনা হিমাচলে, স্কুল পড়ুয়া-সহ ১৬ জনের মৃত্যু
Connect with us

দেশের খবর

ভয়াবহ বাস দুর্ঘটনা হিমাচলে, স্কুল পড়ুয়া-সহ ১৬ জনের মৃত্যু

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা। খাদে বাস পড়ে স্কুল পড়ুয়া-সহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

কুলু জেলার ডেপুটি কমিশনার অশুতোষ গর্গ জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ স্কুলবাসটি কুলু জেলার জংলা এলাকা থেকে সাঁজ ভ্যালির উদ্দেশ্যে যাচ্ছিল। নেউলি সানশের রোডের কাছে আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই বাসটি পালটি খেয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া ছিল।

এই ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল। তাঁরা উদ্ধারকাজ শুরু করেছে। পুলিশ এবং দমকলও উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

Advertisement