বাংলার খবর
HS Examination: ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ১৪ মার্চ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পরীক্ষা শেষের মাত্র ৪৪ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। পাশের হারের নিরিখে মাধ্যমিকের মতই উচ্চ মাধ্যমিকেও কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে জেলাগুলি।
২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে এককভাবে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। তার প্রাপ্ত নম্বর ৪৯৮। কোভিডের কারণে এ-বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজ-নিজ বিদ্যালয়ে হলেও ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আলাদা-আলাদা সেন্টারেই হবে বলে এদিন সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে এবং পরীক্ষা শেষ হোবে ২৭ মার্চ। আগামী বছর সম্পূর্ন পাঠক্রমেই নেওয়া হবে পরীক্ষা।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা
এদিকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিত্তে এগিয়ে ছাত্রীরা। প্রথম দশে থাকা ২৭২ জনের মধ্যে ১৪৪ জন ছাত্র এবং বাকি ১২৮ জন ছাত্রী। এ বছরে সব থেকে ভালো ফল করেছে কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া।
আরও পড়ুন: HS Result 2022: বেলা ১২’টা থেকে জানা যাবে ফলাফল, পাশের হারে এগিয়ে বাংলার ৭ জেলা
২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ২০ হাজার ৮৬২ জন। ৯৬% উপস্থিত। পাশের হার ৮৮.৪৪% ছেলেদের মধ্যে ৯০% এর বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৬% এর বেশি। সাত জেলায় পাশের হার ৯০%।