বাংলার খবর
আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক, টোকাটুকি রুখতে তৎপর প্রশাসন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অতিমারি আবহ কাটিয়ে দীর্ঘ দু’বছর পর শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২। সারা রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার ছাত্রছাত্রীরাও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসল। অফলাইন মোডে পরীক্ষা শুরু হওয়ায় খুশি পরীক্ষার্থী থেকে তাদের অভিভাবক অভিভাবিকারা।খু
এদিকে মহামারীর জেরে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার সেন্টার হয়েছে ছাত্রছাত্রীদের নিজেদের স্কুলেই। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের গেটের সামনে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। উত্তর দিনাজপুর জেলায় এবার মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৫৬৪ জন। যারমধ্যে ছাত্রীর সংখ্যা ২৫২১২ জন এবং ছাত্রের সংখ্যা ২২২৫২ জন।
আরও পড়ুন: শনিবার শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধার্থে বড় ঘোষণা কলকাতা পুলিশের
উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, রায়গঞ্জ গার্লস হাইস্কুল, দেবীনগর রাধারানী কৈলাসচন্দ্র বিদ্যাপীঠ, সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল, পার্বতী দেবী বালিকা বিদ্যালয়, রামকৃষ্ণ বিদ্যাপীঠ সহ নামকরা স্কুলগুলোতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবক অভিভাবিকাদের নজরকাড়া ভীড় লক্ষ্য করা যায়। রায়গঞ্জ করোনেশন স্কুলের গেটের সাম নে নিজে দাঁড়িয়ে থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।
আরও পড়ুন: ঠাকুরনগরে মেলায় যাওয়ার পথে অসুস্থ, মাঝপথ থেকেই রাজভবনে ফিরলেন রাজ্যপাল
এদিকে ২ এপ্রিল শনিবার থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা আট লাখের কিছু বেশি। বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বার্টলী বার্ট হাইস্কুলে নিয়মমেনে শুরু হল উচ্চ মাধ্যমাধ্যমিক পরীক্ষা।কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ২০২২ উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হল হোম সেন্টারে। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৬২ টি সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। মোট পরীক্ষার্থী ৪২,২৪৯ যার মধ্যে ১৯,৪৭৫ ছাত্র এবং ২২,৭৭৪ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। কোভিড বিধি মেনেই নেওয়ার হচ্ছে পরীক্ষা।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার!
এছাড়াও বেশকিছু নিয়মের কথা ঘোষণা করেছে সংসদ। সেগুলো হল, ভেন্যু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ, বিশেষ পর্যবেক্ষক ছাড়া আর কেউ মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার হলে দু’জন করে পরিদর্শক থাকবেন। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেদিন ওই বিষয়ের শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব দেওয়া যাবে না। পুলিশের উপস্থিতিতে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে। টোকাটুকির খবর এলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংসদ।