প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের নির্দেশিকা! কোভিড বিধি মেনেই হবে পরীক্ষা
Connect with us

বাংলার খবর

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের নির্দেশিকা! কোভিড বিধি মেনেই হবে পরীক্ষা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত প্রায় দুই বছর করোনা অতিমারির জন্য ছাত্র-ছাত্রীদের স্কুলে পঠন-পাঠন বন্ধ হয়ে গিয়েছিল। ফলে বেশিরভাগ পরীক্ষাই অনলাইনে হয়েছিল। রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দিতে হয়েছিল। করোনার তৃতীয় ঢেউ ধীরে ধীরে থেমে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

খুলেছে স্কুল-কলেজ। এবার কোভিড বিধি মেনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। মঙ্গলবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোভিডবিধি সংক্রান্ত নির্দেশিকা। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ওই নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা তাদের নিজের স্কুলেই পরীক্ষা দেবে। সরকারের জারি করা কোভিডের সমস্ত বিধি মেনে এক বেঞ্চে ফাঁকা হয়ে দু’জন পরীক্ষার্থী বসতে পারবে পরীক্ষা কেন্দ্রে। কারও যদি করোনার উপসর্গ থাকে তাহলে সেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের পরীক্ষক মনে করলে তাকে আলাদা ঘরে বসাতে পারেন।

আক্রান্ত পরীক্ষার্থীদের পরীক্ষার খাতাও পরীক্ষা শেষে আলাদা করে রাখতে হবে এব‌ং উত্তরপত্র একটি আলাদা খামে ভরে বিভাগের সহ-সচিবের কাছে পাঠাতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে সঠিক অ্যাডমিট কার্ড দেখাতে না পারলে ও অসদুপায় অবলম্বন করলে সেই পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা থাকবে এবং ৫০ মিটারের মধ্যে অবাঞ্ছিত ব্যক্তির ঘোরাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে আগামি ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এবং ২০ এপ্রিল পরীক্ষা শেষ হবে। দুপুর ২টো থেকে বিকাল ৫.১৫ পর্যন্ত হবে পরীক্ষা।

Advertisement