বাংলার খবর
হাইকোর্টে স্বস্তি আলাপন বন্দ্যোপাধ্যায়ের, দিল্লিতে ক্যাট-এর মামলা সরানোর আর্জি খারিজ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আদালতে সাময়িক স্বস্তি পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। মামলা স্থানান্তরে দিল্লির প্রিন্সিপাল বেঞ্চের রায় খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।
কেন্দ্রীয় নির্দেশ অমান্য এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের নির্দেশকে খারিজ করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইবুনাল তথা ক্যাট-এর দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। গত ২২ অক্টোবর সেই মামলাটি কলকাতা বেঞ্চ থেকে সরিয়ে দিল্লিতে ট্রাইব্যুনালের প্রধান বেঞ্চ নিজেদের হাতে নিতে চেয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
গত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। দু’পক্ষের বয়ান শুনে, মামলার রায়দানে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতিরা। আগামী ২ নভেম্বর দিল্লির প্রিন্সিপাল বেঞ্চেও মামলাটির ফের শুনানি ছিল। তার আগেই শুক্রবার ক্যাটের দিল্লিতে শুনানির সিদ্ধান্ত খারিজ করে দিল হাইকোর্ট।