বাংলার খবর
পার্থ চট্টোপাধ্যায়কে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দফতরে হাজিরের নির্দেশ হাইকোর্টের, পরে ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : এসএসসি গ্রুপ ডি এবং নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার বিকেলে সিবিআই দফতরে হাজিরের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ।
পাশাপাশি সেই নির্দেশনামায় আদালত তাৎপর্যপূর্ণ ভাবে জানিয়ে দেয়, প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে পারবে সিবিআই এবং তিনি এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না। দরকার হলে তিনি এইমস-এ গিয়ে চিকিৎসা করাতে পারবেন। আদালতে যখন এই মামলার শুনানি চলছিল তখন পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের পার্টি অফিসে বালিগঞ্জ ও আসানসোলের ভোটের জন্য তৈরি কন্ট্রোলরুমে সুব্রত বক্সী ও চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গেই ছিলেন। এই রায় ঘোষণার মিনিট পনেরো কুড়ির মধ্যেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
আরও পড়ুন – ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শীর মৃত্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
সেই শুনানিতে বিচারপতিরা জানতে চান, সিঙ্গল বেঞ্চের নির্দেশনামা কি হাই কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে? ঘটনাচক্রে তখনও পর্যন্ত নির্দেশনামা ওয়েবসাইটে আপলোড করা হয়নি। তারপরই দুই বিচারপতি সিঙ্গল বেঞ্চের এই রায়ের ওপর আজকের জন্য স্থগিতাদেশ দেন। ফলে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় আর নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে যেতে হয়নি পার্থ চট্টোপাধ্যায়কে। শুধু পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই দফতরে হাজিরাই নয়, এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত জারি থাকবে এই স্থগিতাদেশ। আগামীকাল অর্থাৎ বুধবার সাড়ে দশটার পরেই শুরু হবে এই মামলার পরবর্তী শুনানি।