দেশের খবর
বন্যায় কেন্দ্রীয় সাহায্যের দুর্নীতিতে ক্যাগকে অডিটের নির্দেশ হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মালদহ এবং মুর্শিদাবাদে বন্যা কবলিত এলাকার পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সাহায্যের টাকা দুর্নীতি মামলায় রাজ্যের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ( ক্যাগ)- কে অডিট করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্র যে আর্থিক সাহায্য পাঠিয়েছিল, সেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্তদের কেন্দ্রীয় সাহায্য নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আজ সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ক্যাগকে অডিট করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রকে এই অডিটের ওপর নজর রাখারও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। রাজ্যকেও অডিটে সবরকম সহযোগিতা করার কথাও বলেছে হাইকোর্ট। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারির মধ্যে এই অডিট রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।