গঙ্গাপাড়ের হেরিটেজের সন্ধান দিতে অভিনব উদ্যোগ
Connect with us

বাংলার খবর

গঙ্গাপাড়ের হেরিটেজের সন্ধান দিতে অভিনব উদ্যোগ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হুগলি জেলার গঙ্গার পশ্চিমপাড়ে ঐতিহাসিক শহর শ্রীরামপুর।
এই শ্রীরামপুরেই রয়েছে কয়েকশো বছরের একধিক প্রাচীন স্থাপত্য। এর মধ্যে শ্রীরামপুর কলেজ, ডেনিস টাভার্ন, ওলাভ চার্চ, উইলিয়াম কেরি মিউজিয়াম, ডেনিস গভর্নর হাউস সহ একাধিক হেরিটেজ বিল্ডিং।

সরকারি উদ্যোগে এর মধ্যে বেশিরভাগই রক্ষনাবেক্ষণ করা হয়েছে। এই সব হেরিটেজ বিল্ডিংগুলিকে এবার পর্যটকদের কাছে সহজেই পৌঁছে দেওয়াই লক্ষ্য। সেই কারণে শ্রীরামপুর মহকুমাশাসক ও শ্রীরামপুর পুরসভার উদ্যোগে রবীন্দ্রজয়ন্তীতে হেরিটেজ সাইকেল ট্যুর করা হল।

আরও পড়ুন: নোবেল চুরি আমাদের অনেক বড় অসম্মান: মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

এদিন সকালে মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, চন্দননগর কমিশনারেটের একাধিক পুলিশ কর্তা, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা সহ বিশিষ্ট জনেরা সাইকেল চালিয়ে এই সব ঐতিহাসিক স্থানগুলি ঘুরে দেখেন।

আরও পড়ুন:‘পরিবেশ রক্ষা’য় সাইকেল ভ্রমণে ঝাড়গ্রাম যুবক

মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী জানান, এই সব স্থাপত্যগুলির পর্যটকদের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ এর সূচনা হল। এবার থেকে প্রতি রবিবার ট্যুরিস্ট দের দেখানো হবে এগুলি। সাইকেলে করে ঘুরে দেখার উদ্দেশ্যে এর জন্য সরকারি ভাবে সাইকেল কেনা হচ্ছে। স্থাপত্য গুলি ঐতিহাসিক তাৎপর্য জানাতে ইতিমধ্যেই গাইডদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

Advertisement

উল্লেখ্য, সোমবার ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী দিবস। গানে-কবিতায় স্মরণ করা হচ্ছে কবিগুরুকে।

এদিন সকাল থেকেই শহর থেকে জেলা সর্বত্রই মেতে উঠেছে কবির প্রতি শ্রদ্ধা নিবেদনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে এদিন টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, এদিন টুইট বার্তায় রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:  রবীন্দ্রস্মরণে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর টুইট বার্তা

Advertisement

সোমবার টুইটারে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ”কবি গুরুর জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধা আর প্রণাম জানাই। তাঁর লেখা কবিতা-গান-আবৃত্তি আমাদের জীবনের অনুপ্রেরণা। তাঁর সৃজনশীলতার ভাণ্ডার অব্যাহত থাকুক। তাঁর সৃষ্টি আমাদের জীবনের ধ্রুবতারা হয়ে থাকবে।”r

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.