দেশের খবর
অন্য জাতে ছেলেকে বিয়ে করার অপরাধে অপহরণ করল তার নিজের দাদারাই

বেঙ্গল এক্সপ্রেস: অন্য জাতের ছেলেকে বিয়ে করার অপরাধে বোনের শ্বশুরবাড়ি থেকে জোর করে বোনকে তুলে নিয়ে গেলেন তার দাদারা। বিহারের অড়রিয়া জেলার ওয়াথানওয়ার শ্যামনগর গ্রামের ঘটনা। গত ৩০ মে যুবক ছোটকুমারকে বিয়ে করেন রুপা কুমারী। দুজনে ভিন্ন জাতের।
রেজিস্ট্রি করে একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন তারা। বিয়ে করার খবর মেয়ের বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই মেয়ের গ্রামের লোকেরা মেয়ের পরিবারের ওপর চড়াও হয়। আর বলে যে অন্য জাতের ছেলের সাথে বিয়ে করেছে সেই জন্য বিভিন্ন চাপ ও সমালোচনার মধ্যে পড়তে হয়েছে মেয়ের পরিবারের লোকেদের। অপরদিকে ও ছেলের পরিবারের লোকেদেরকেও গ্রামবাসীরা বিভিন্ন ধরনের কটুক্তি কথা শুনিয়েছে। ফলে 2 পরিবারের মধ্যেই টানা প্রয়োজনে শুরু হয় এই বিষয়টিকে নিয়ে।
আরও পড়ুন-বিশ্বের সবচেয়ে দামি আম কোনটি জানেন? এক কিলো আম ৩.৫ লক্ষ টাকা! জানুন বিস্তারিত
রেজিস্ট্রি করে মন্দিরে গিয়ে বিয়ে করার পর পুত্র- ও পুত্রবধূ ছেলের বাড়িতে গিয়ে ওঠেন। ছেলের বাড়ির লোক বিষয়দিকে মেনে নিল মেয়ের বাড়ির লোক মানতে নারাজ। না মানার কারণে দুই পরিবারের মধ্যেই উত্তেজনার একটি চাপ সৃষ্টি হয়েছিল। বিয়ের দুদিন পরেই মেয়ের খুড়তুতো দাদারা হাজির হয় বোনের শ্বশুরবাড়িতে। মেয়ে বাড়ি ফিরে যেতে না চাইলে ঘর থেকে জোর করে সাজা কোলা করে বাইকে তুলে নিয়ে যায় মেয়ের খুব দাদারা। মেয়ে জেতে নারাজ হলে অনেক চিৎকার করেছিলেন আর পাড়ার লোকেরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও কেউ এগিয়ে আসেনি।
সমস্যা সমাধান করার জন্য গত শনিবার পঞ্চায়েতে আলোচনার ব্যবস্থা করা হয়। কিন্তু সমস্যার সমাধান হওয়ার বদলে হাতের বিপরীত হয়ে ওঠে। রুপার শ্বশুরবাড়ির লোকেরা রুপার বাপের বাড়ির লোকেদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনেন শুধু তাই নয়, তাকে জোর করে সই করিয়ে নাও আর অভিযোগও তুলেছেন তারা।