বাংলার খবর
গোয়া কংগ্রেসে ভাঙন অব্যাহত, হেভিওয়েট কংগ্রেস নেতা যোগ দিল তৃণমূলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলকাতা পুরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। নিজেদের আধিপত্য বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। একদিকে যখন তৃণমূল কংগ্রেস কর্মীরা উৎসবের মেজাজে ঠিক সেই সময় কালীঘাটে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ার হেভিওয়েট কংগ্রেস নেতা অ্যালেক্সিও রেজিনান্ডো লউরনকো।
তিনি গোয়া কংগ্রেসের কার্যকারী সভাপতি। সামনেই গোয়া বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক কংগ্রেস নেতা দল ছাড়ায় যথেষ্ট অস্বস্থিতে পড়ল কংগ্রেস। সোমবারই গোয়া কংগ্রেসের কার্যকারী সভাপতির পদে ইস্থফা দিয়েছিলেন তিনি। আর মঙ্গলবার কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। এর ফলে গোয়ায় তৃণমূলের শক্তি যথেষ্ট বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগেই কংগ্রেস ছেরে তৃণমূলে যোগ দিয়েছিলেন কংগ্রেসের সাতবারের বিধায়ক তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো।
এর পর গোয়া তৃণমূল কংগ্রেসের সংগঠন ঢেলে সাজানোর পক্রিয়া শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরে গেলে তাঁর হাত ধরে এনসিপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিধায়ক আলেমাও চার্চিল। এছাড়া বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এর পাশাপাশি, টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তৃণমূলে নাম লিখিয়েছিলেন। সামনেই ২৫ ডিসেম্বর। বড়দিনের উৎসব কাটাতে গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় ২৬ শতাংশ খ্রিস্টান ভোট। সেই কথা মাথায় রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া যাত্রা বলে মনে করছে রাজনৈতিক মহল।